রতুয়া: ভোট গণনা কেন্দ্রের বাইরে থেকে কংগ্রেস প্রার্থীকে (Congress Candidate) অপহরণের (Kidnapped) অভিযোগ। রতুয়া ব্লক ১ চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আব্দুল লাহিল বাকিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সকালে গণনা কেন্দ্রে এসেছিলেন ওই কংগ্রেস প্রার্থী, সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে। রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।
ভোট গণনার সকালেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের (Panchayat Election 2023 Result ) বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। তা সত্ত্বেও কয়েকটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল অশান্তি শুরু হয়েছে। বোমাবাজি, সংঘর্ষের খবরও আসছে নানা জেলা থেকে।
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোট গণনা কেন্দ্রে আসার পথে তৃণমূল প্রার্থীসহ তার স্বামীকে মারধর, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামনি বিবি ও তাঁর স্বামী মহিবুল মন্ডলকে মারধরের অভিযোগ উঠলl কাউন্টিং সেন্টারে আসার সময় মারধর করে গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রার্থীর এজেন্ট কার্ড কেড়ে নেয়, অভিযোগের তির সিপিএমের দিকে।
নানুরে গণনাকেন্দ্রে সিপিআইএম প্রার্থী এজেন্টদের আসতে বাধা৷ গাড়ি আটকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রতিবাদে কীর্ণাহারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিআইএম কর্মীদের। কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হয়েছে সাঁইথিয়া ব্লকের ১২টি পঞ্চায়েতের ভোটগণনা। গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এছাড়া সাঁইথিয়া পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাস্তাতে গাড়ি থামিয়েও তল্লাশি চলছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।