নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী বরখাস্ত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ সীতাপুরের গেস্ট হাউসের অস্থায়ী জেলে বন্দি থাকার সময় প্রিয়াঙ্কা গান্ধী মোবাইলে আন্দোলন দীর্ঘস্থায়ী করতে কর্মীদের মনোবল জুগিয়ে ছিলেন৷ মূলত, একটায় দাবি৷ লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় ছেলের গ্রেফতারী ও মন্ত্রীর পদগত্যাগ৷ এবার একই দাবিতে জাতীয় কংগ্রেস দেশজুড়ে নীরব প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে৷
The party has decided to hold a Maun Vrat across the country on Monday, the 11th of October between 10 am to 1 pm demanding the immediate sacking of Union Minister of State for Home Affairs, Shri Ajay Mishra Teni & immediate arrest of all culprits.: Shri @kcvenugopalmp pic.twitter.com/7ZzyS1yqsl
— Congress (@INCIndia) October 9, 2021
শনিবার কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল দেশের সমস্ত রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে আগামী সোমবার রাজভবন, কেন্দ্রীয় সররকারি প্রতিষ্ঠানের বাইরে তিন ঘণ্টার ‘মৌন ব্রত’ আন্দোলনের নির্দেশ দিয়েছেন৷ সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিবাদ আন্দোলনে নির্দিষ্ট রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সাংসদ,বিধায়ক ও দলীয় নেতৃত্বের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে৷
আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে মুখ পুড়ল যোগী সরকারের, পুলিশি তদন্ত নিয়ে চরম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
এদিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর লখিমপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনু ভাইয়াকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার সকাল ১১টা নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের অপরাধদমনকারী শাখার আধিকারিকদের সামনে হাজিরা দেন তিনি। তাঁর বয়ানের সপক্ষে প্রমাণ হিসেবে ভিডিও এবং ১০ জনের এফিডেভিট জমা দেন লখিমপুর সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আশিস।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, টানা জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। এড়িয়েও গিয়েছেন কিছু প্রশ্ন। তিনি দাবি করেছিলেন, কৃষকদের চাপা দেওয়া গাড়ির ড্রাইভার হলুদ জামা পড়েছিলেন। কিন্তু ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গাড়ির ড্রাইভার সাদা জামা পড়েছিলেন। আরও বেশ কিছু অসঙ্গতি মিলেছে জেরায়।
আরও পড়ুন: কৃষকদের চাপা দেওয়া গাড়িতে ছিলেন না, পুলিশি জেরায় দাবি আশিসের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে কয়েক জন কৃষকের মৃত্যু হয়।
এর পরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা৷ একাধিক গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এবং গাড়ি চাপা পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে চার জন কৃষক৷ এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়৷ কৃষকদের সমর্থনে তাদের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র অবশ্য বারবার দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে।