কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে পত্রযুদ্ধ শুরু হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, বাহিনী কোথায়, কীভাবে মোতায়েন করা হবে, তা জানানো হোক। জবাবে কমিশন সোমবার পাল্টা চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দিল, কোথায় কোন বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত কমিশন নেয় না। পাশাপাশি কেন এখনও বাহিনী পাঠানো হচ্ছে না, কমিশন তাও চিঠিতে জানতে চেয়েছে।
ইতিমধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই বাহিনীকে কোথায়, কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে কমিশন এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Satabdi Roy | প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী রায়
এদিকে কমিশনের কর্তারা সোমবার সিআইএসএফ এবং বিএসএফ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কমিশন দাবি করে, কোন জেলায় কত কোম্পানি বাহিনী দেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ কর্তারা জানান, এভাবে হ. না। কোথায় কোন বাহিনী যাবে, তা কমিশনকে পরিষ্কার করে বলতে হবে। ৩১৫ কোম্পানির মধ্যে বিএসএফ, সিআরপিএফ ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। তা ধরে ধরে কমিশনকে বলতে হবে। কমিশন বলছে, এটা আমাদের জানানোর বিষয় নয়। আমরা জেলা ধরে ধরে কত কোম্পানি লাগবে, তা জানিয়েছি। তারপরেও কেন্দ্র বাহিনী দিচ্ছে না।
বিরোধীদের অভিযোগ, সবটাই কমিশনের নাটক। প্রথম থেকে রাজ্য নির্বাচন কমিশন এই নাটক করে আসছে। বিরোধী নেতারা বলেন, আদালতের গুঁতো খেয়ে কমিশন প্রথমে মাত্র ২২ কোম্পানি বাহিনী চাইল। তারপর ফের চাপে পড়ে ৮০০ কোম্পানির কথা জানিয়েছে। তারা জানে, এক সঙ্গে এত বাহিনী দেওয়া সম্ভব নয়। বিরোধীরা এই কারণেই কয়েক দফায় ভোট চেয়েছে। দফাওয়ারি ভোট চেয়ে এদিনই কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য আবেদন জানিয়েছেন। আদালত সেই আবেদন গ্রহণও করেছে।