মুম্বই: বুধবার সন্ধ্যায় জলসায় অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) রাখি (Rakhi Purnima) পরালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিগ বসের নিমন্ত্রণ রক্ষা করতে মুম্বইয়ে পা রেখেই জলসায় চলে যান মমতা। এদিন তাঁকে স্বাগত জানাতে বাড়ির দরজায় হাজির হয় গোটা বচ্চন পরিবার। অমিতাভ-জয়া, অভিষেক, ঐশ্বর্যা, আরাধ্যা এবং অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনও হাজির ছিলেন। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী জলসায় কাটান।
‘জলসা’ থেকে বেরিয়ে মমতা বলেন, আমার বলার মতো ভাষা নেই। আজ বাড়িতে এসে ভারতরত্ন অমিতজির সঙ্গে দেখা করলাম। তাঁকে আমি রাখি পরালাম। আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই তাঁকে ভারতরত্ন দিয়ে দিতাম। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলেই ছিলেন। অনেক কথাও হল।
মমতা আরও বলেন, আড্ডা হল পুরনো দিনের কথা নিয়ে। জয়াজির ছবি, ধন্যি মেয়ে আমাদের অত্যন্ত প্রিয়। ছবির গান জনপ্রিয় আজও। ওঁদের পরিবারকে ভালবাসি আমি। দুর্গাপুজোয় আসার জন্য অমিতাভজিকে আমন্ত্রণ জানিয়েছি।কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে বলেছি। মুখ্যমন্ত্রী জানান, চলচ্চিত্র উৎসবে অমিতাভজি থাকবেন, শাহরুখ থাকবে, সলমন থাকবে, অনিল কপূরও হ্যাঁ বলেছেন।
আরও পড়ুন: এশিয়া কাপে সফল ভারতীয় ব্যাটার কারা? জানতে পড়ুন
মুখ্যমন্ত্রী বলেন, এই পরিবারের সঙ্গো আমার বহুদিনের সম্পর্ক। আমি পরিবারটিকে খুবই ভালোবাসি। ভারতের এক নম্বর পরিবার বচ্চন পরিবার। দেশের জন্য এই পরিবারের অনেক অবদান রয়েছে।
রাখিবন্ধনে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে মুম্বইয়ে বচ্চন পরিবারের সঙ্গে দেখা করলেন আমাদের দিদি।#BanglarGorboMamata #MamataBanerjee pic.twitter.com/lPHMTF46tS
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) August 30, 2023
বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মায়ানগরীতে গিয়েছেন। মুম্বাই বিমানবন্দের নেমে মুখ্যমন্ত্রী গ্যাসের দাম কমানো নিয়ে মুখ খোলেন তিনি বলেন, সামনে ভোট তাই গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র। ৯০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতা দেশের মধ্যে খুব কম লোকের রয়েছে।