শিলিগুড়ি: দেশের একশো কোটি মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছে৷ এই পরিসংখ্যান তুলে ধরে দেশজুড়ে সাফল্য উদযাপন করছে কেন্দ্র৷ কিন্তু, পরিসংখ্যান সঠিক নয় বলেই রবিরবার ইঙ্গিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে মমতার বক্তব্য, ”ডবল ডোজ ১০০% না হলে টিকাকরণ ১০০ শতাংশ বলা যায় না। দেশের লোকসংখ্যা কত? বাচ্চাদের সংখ্যা কত? হিসেব বলছে, ২৯.৫১ কোটি ডবল ডোজ হয়েছে। মিলিজুলি করে জুমলা করে দিয়েছে কেন্দ্র।” মুখ্যমন্ত্রীর আরও দাবি, ”সারা দেশে এখনও ৩৫ কোটি মানুষ একটা ডোজ ও পায়নি। বাচ্চাদের ধরলে সংখ্য়াটা ৬০-৬৫ কোটি হয়ে যাবে।”
এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আরও প্রশ্ন, ‘কোভ্যাকসিন নিয়ে মোদি কীভাবে বিলেতে গেলেন? কোভ্যাকসিনের অনুমতি পাওয়ার ব্যবস্থারও দাবি করেন তিনি৷