কলকাতা: চিকিৎসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম (SSKM) ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পায়ে অস্ত্রপচার হয়েছে। পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ার বেরিয়ে আসেন। এদিন মমতার সঙ্গে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। হাসপাতাল বেরিয়ে গাড়িতে উঠতে অসুবিধা হচ্ছিল সেই সময় অভিষেকই তাঁকে ধরে ধরে গাড়িতে বসিয়ে দেন।তারপরই হাসপাতাল ছাড়েন তিনি।
এসএসকেম সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমেছে। চিকিৎসার পরিভাষায় একে বলে সাইনোভিয়াল ফ্লুইড। চিকিৎসা করাতে এদিন উডবার্ন ব্লকে আসবেন মুখ্যমন্ত্রী। এসএসকেএমের ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কেবিনের নীচের তলায় রয়েছে অর্থোপেডিক ওটি। সেখানে মুখ্যমন্ত্রীর হাঁটু থেকে ফ্লুইড বের করার প্রক্রিয়া করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের নেতৃত্বে ছিলেন ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক। হাঁটু থেকে জমা ফ্লুয়িড বের করার পর সন্ধ্যা নাগাদ বাড়ির পথে রওনা দেয় তাঁর গাড়ি। এদিন হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মমতা। একা একা গাড়িতে উঠতে পারছিলেন না। অভিষেকই তাঁকে ধরে গাড়িতে বসিয়ে দেন। এসএসকেএম সূত্রে খবর, রাতে উডবার্নে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে যেতে চান। বাড়িতে থেকেই চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা করাবেন বলে জানান।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Suvendu Adhikary | নন্দীগ্রামে শুভেন্দুকে দেখে চোর চোর স্লোগান
প্রসঙ্গত,উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। তাঁর পা ও কোমরে গুরুতর চোট লাগে বলে জানান চিকিৎসকেরা। এমনকী তাঁর হাঁটতে সমস্যা হয়। চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল তাঁর। এসএসকেএমের চিকিৎসকরা কালীঘাটের বাড়িতে গিয়ে সেই থেরাপি করে এসেছেন।চলছিল ফিজিওথেরাপি। সিটি স্ক্যানের (CT Scan)রিপোর্ট দেখে চিকিৎসকরা তাঁর ‘অর্থোস্কোপিক ইন্টারভেনশন’ করা হয়। এরপর বৃবস্পতিবার এরপর বৃহস্পতিবার হাসপাতালে আসেন তিনি।