কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম বর্ষপূর্তি। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে নানান জনমুখী প্রকল্প। এদিন দুপুর ১টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই প্রকল্পগুলি চালু করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সরকারের বর্ষপূর্তি উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই মঞ্চ থেকেই সূচনা হবে একাধিক প্রকল্পের। এদিন থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান কর্মসূচি। ২১ থেকে ৩১ মে পর্যন্ত হবে জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির। এই অনুষ্ঠানের শেষেই মুখ্যমন্ত্রী চলে যাবেন নবান্নে। সেখানে দুপুর ৩টে থেকে শুরু হবে মন্ত্রিসভার বৈঠক। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ কয়েকটি প্রকল্প ছাড়াও আসন্ন বর্ষা-পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করেই তৃণমূল নেত্রী চলে যাবেন দলীয় বৈঠকে যোগ দিতে। বিকেল সাড়ে ৩টে নাগাদ বসবে তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। এই বৈঠক থেকেই আগামীদিনে দলের পথ চলার কৌশল বাতলাতে পারেন দলনেত্রী।