কলকাতা: রাজ্যের মন্ত্রী সভায় রদবদল। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিদেশ সফরের আগে সোমবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। পর্যটনের মতো গুরুত্বপূর্ণ দফতর থেকে বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) সরিয়ে দায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sen)। বাবুলের হাতে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন দফতর থাকছে। পাশাপাশিই, গুরুত্ব বাড়ল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
কিছুদিন আগে বিধানসভায় ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন বাবিল সুপ্রিয়। বাবুল সরাসরি বলে বসেছিলেন, তুমি কেন কাজ আটকে রেখেছ? আর ইন্দ্রনীল সেন বলেন, যা বলার দিদিকে গিয়ে বল। এই বচসার জল গড়িয়েছে অনেক দূর। পর্যটন দফতরের মন্ত্রীত্ব থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। তথ্য প্রযুক্তি ও অচিরাচরিত শক্তির দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে বাবুলকে। পর্যটন দফতরে দায়িত্ব পাচ্ছেন ইন্দ্রনীল সেন। এদিন রাজ্য মন্ত্রিসভায় একাধিক রদবদল হয়েছে। মুখ্য়মন্ত্রীর বিদেশ সফরের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন: অ্যাসিড আক্রান্ত নাবালিকাকে আরও ক্ষতিপূরণ দিতে হবে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
সোমবার মন্ত্রিসভায় একাধিক রদবদল করা হয়েছে। রদবলের পর দায়িত্ব বাড়তে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। অরূপ রায় পাচ্ছেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব। তাঁর হাতছাড়া হল সমবায় দফতর। প্রদীপ মজুমদারের হাতে পঞ্চায়েত দফতর আগে থেকে ছিলই। মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ার পরই সমবায় দফতরের দায়িত্ব পেলেন প্রদীপ মজুমদার। গুরুত্ব কমল অরূপ রায়ের। তাঁকে সমবায় থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্যপ্রক্রিয়াকরণ দফতর। রদবদলের জেরে গোলাম রব্বানির দফতরহীন হলেন। উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানির হাতে ছিল খাদ্য প্রক্রিয়াকরণ দফতর এখন থেকে ওই দফতরের দায়িত্ব সামলাবেন সেটা অরূপ রায়। দায়িত্ব বাড়তে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এতদিন তিনি বনদফতরের মন্ত্রী ছিলেন। এবার তাঁর হাতে গেল শিল্প পুনর্গঠন দফতর।