কলকাতা: পঞ্চায়েত ভোটের হিংসায় নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee )। তিনি এদিন বলেন, বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গিয়েছে, আমি দুঃখিত। ভেদাভেদ না করে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের (Financial Help) ঘোষণা করলেন মমতা।
বাংলার মানচিত্রে খুবই পরিবর্তন আসেনি। পঞ্চায়েত ভোট শাসকদলের আধিপত্য বজায় থাকল। জেলা জুড়ে তৃণমূলের জয়জয়াকার নিশ্চিত হয়ে গিয়েছে। চারিদিকে সবুজ ঝড় অব্যাহত। গ্রাম বাংলার দখল থাকছে ঘাসফুল শিবিরের হাতেই। পঞ্চায়েত ভোট শেষ হলেও মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক হিংসায় রাজ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন মমতা (Mamata Banerjee) বলেন, ভোট হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের সকলের পরিবারের জন্য দুঃখিত। পুলিশকে ফ্রিহ্যান্ড দিচ্ছি। যারা অশান্তি ছড়িয়েছে বা হিংসাতে মদত জুগিয়েছে সেই তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিন। ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। পরিবারের একজন সদস্য হোমগার্ডের চাকরি পাবে।
এদিন তিনি বলেন, ভোট হিংসায় ১৯ জন মৃত। তার মধ্যে ১০-১২ জন আমাদেরই। ভোটের দিন ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন তৃণমূলের। বাকি ৩ অন্যান্যদের। আর্থিক সাহায্যের ক্ষেত্রে আমরা কে দেখি না কে কোনও রাজনৈতিক দলের। সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ করি না।
আরও পড়ুন: Calcutta High Court| ২৬ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে
বিরোধীদের দাবি, রাজ্যের প্রায় সব প্রান্তেই অশান্তি হয়েছে। সেই অভিযোগ খারিজ করে মমতা বলেন, রাজ্যের বিক্ষিপ্ত কিছু জায়গায় অশান্তি হয়েছে। এদিন মমতা বলেন, পঞ্চায়েত ভোট শেষ হয়ে গিয়েছে। আমার যদি সত্যিই কোনও অপরাধ থাকে, যে শাস্তি মানুষ আমাকে দেবে, মাথা পেতে নেব। আমি সর্ব ধর্ম-বর্ণ, দরিদ্র সমাজের মানুষের ও শান্তি-সম্প্রীতির প্রতিনিধিত্ব করি। কবিতা বিতান বইতেও দেখবেন বেশিরভাগ সময়ে আমি শান্তি-সংহতি নিয়ে কলম ধরেছি, বললেন মমতা।