কলকাতা: করোনা অতিমারির কথা মাথায় রেখে আইসিএসই ও আইএসসি পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে হবে বলে আগেই জানিয়েছিল সিআইএসসিই। এবার দুটি পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল সিআইএসসিই। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর থেকে। শেষ হবে ৬ ডিসেম্বর ২০২১।
অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর থেকে। শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১। আইএসসি পরীক্ষা নেওয়া হবে দেড়ঘণ্টা। তবে, আইসিএসই-র অঙ্ক, হিন্দি, ইলেকটিভ বিষয় ও দ্বিতীয় ভাষায় দেড়ঘণ্টা সময় দেওয়া হলেও বাকি পরীক্ষাগুলিতে ১ ঘণ্টা সময় ধার্য করা হয়। আইসিএসই পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে।
পরীক্ষার আগের মুহূর্তে পড়ুয়ারা। ফাইল ছবি।
আরও পড়ুন- প্রকাশিত আইসিএসই-আইএসসি পরীক্ষার ফল, পাশের হার প্রায় ১০০ শতাংশ
করোনা আবহে বাতিল হয়েছে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা। হয়নি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক।নম্বরের বিশেষ ফর্মুলার ওপর ভিত্তি করে হয়েছে মূল্যায়ন। কিন্তু ক্লাস কবে থেকে শুরু হবে তা এখনও অনিশ্চিত। এই প্রেক্ষিতে এবার সিবিএসই-র পথে হেঁটেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস ( সিআইএসসিই)। বছরে দুটি বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই।
পরীক্ষার সময়সূচি।
আরও পড়ুন-রাজ্যের ২২টি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ভুয়ো, জানাল এআইসিটিই
সূত্রের খবর, ২০২২ সালে যারা আইসিএসই ও আইএসসি-র পরীক্ষা দেবে, তাদের সিলেবাসের ভার অনেকটাই কমানো হয়েছে। বছরে একবার নয়, দু’বার হবে আইসিএসই ও আইএসসি-র বোর্ড পরীক্ষা। ৫০ শতাংশ করে সিলেবাসে হবে প্রতিটি সিমেস্টার। ২০২২-এর বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে ২০২১ সালেই। সিআইএসসিই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিএসই ও আইএসসি-র প্রথম সিমেস্টার হবে ২০২১-এর নভেম্বরে। পরীক্ষা নেওয়া হবে বাড়ি থেকে অনলাইনে। মার্চ-এপ্রিলে হবে দ্বিতীয় সিমেস্টার। সেই পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে তা নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। প্রজেক্ট ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে আগের নিয়মে। স্কুলের প্রশ্নে হবে নাইন ও ইলেভেনের পরীক্ষা।