কলকাতা টিভি ডেস্ক: ১২ বছর পর ফের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার ঘোষণা করল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন সকাল থেকেই এ নিয়ে জল্পনা চলছিল৷ তবে তখন এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। এরপরই রোনাল্ডোকে নেওয়ার দৌড়ে নেমে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরু হয় তাঁর এজেন্টের সঙ্গে আলোচনা শুরু করে৷ শেষ পর্যন্ত জুভেন্তাসকে বিট পেপার পাঠিয়ে দিয়ে রোনাল্ডোকে ফের ওল্ড ট্রাফোর্ডে নিয়ে এল ম্যানচেস্টার ইউনাইটেড।