কলকাতা: সোমের সকালে রবি-বন্দনা শোনা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মুখে। আর তার কয়েক ঘণ্টার মধ্য়েই আদালত চত্বরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) লক্ষ্য করে ফের উঠল ‘চোর-চোর’ স্লোগান। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত পার্থকে শুনতে হয় ‘এই পার্থ কত খেলি?’- এই ধরনের শব্দবন্ধও। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আদালত চত্বরে তখনই কয়েকজন চেঁচিয়ে বলেন, ‘চোর-চোর পার্থ চোর। এই পার্থ চোর।’এরপরই পার্থকে আরও একজন বলেন, ‘এই পার্থ কত খেলি? কালীঘাটে (Kalighat) কত পাঠালি।’ যদিও স্লোগান দেওয়া ব্যক্তিদের দিকে একবার তাকিয়ে কিছু না বলেই গাড়িতে উঠে যান পার্থ। স্লোগান দেওয়া এক ব্যক্তি জানান, তিনি কোনও রাজনৈতিক দল করেন না। তিনি সাধারণ মানুষ। কসবা বিধানসভা এলাকার ভোটার। ওই ব্যক্তি আরও বলেন,’দেশের কী করে উন্নতি হবে? চোর কোনও দিন বলবে না, আমি সাধু নই। বলবে আমি ভালো। নিয়োগ দুর্নীতি-কাণ্ডের অত কোটি টাকা কোথায় গেল?’
এদিন সকালে রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore)উদ্ধৃত করে নিজেকে ‘সোনা’ বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘বিম্ববতী’ কবিতার দু’লাইন শোনানও তিনি। প্রশংসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)। আদালতে ঢোকার সময় কার্যত ফুরফুরে মেজাজেই তাঁকে দেখা যায় । কিন্তু বের হওয়ার সময় ফের তাঁর উদ্দেশে ভেসে উঠল ‘চোর-চোর’ স্লোগান থেকে শুরু করে টাকা তোলার অভিযোগের টিপ্পনিও।
আরও পড়ুন: Kerala Story| Mamata Banerjee | বাংলায় নিষিদ্ধ ‘কেরালা স্টোরি’, নির্দেশ মমতার
উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। এরপর থেকেই কখনও ভুবনেশ্বরে, কখনও আবার এই বাংলাতেই তাঁর উদ্দেশে ‘চোর-চোর’ বলে স্লোগান দেওয়া হয়। জোকা ইএসআই হাসপাতালে (Joka ESI Hospital)তাঁর গাড়ি লক্ষ্য করে জুতোও ছুড়ে মারেন এক মহিলা। গত ২৩ মার্চ হাজিরা দেওয়ার সময় আদালত চত্বরে অনেকে রাগে ফেটে পড়ে বলতে থাকেন, ‘ওঁকে জ্বালিয়ে দেওয়া উচিত, ওঁর ফাঁসি হওয়া উচিত।’ সেই মতোই সোমবার আদালত চত্বরে ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রীর উদ্দেশে কটূক্তি ছুড়ে দিলেন সাধারণ মানুষ।