নয়াদিল্লি: ভারতে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু (Li Shangfu, Chinese Defence Minister)। রাশিয়ার প্রতিরক্ষমন্ত্রী সের্গেই শোইগু (Sergei Shoigu, Russian Defence Minister) রবিবার নিশ্চিত বার্তা পাঠিয়ে বলেছেন, তিনি আসছেন। আগামী সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজেশনের বৈঠক (Shanghai Cooperation Organisation – SCO Meeting) রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার এই বৈঠক আয়োজিত হচ্ছে, তাতে যোগ দিতেই আসছেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল এই দু’দিন সাংহাই সহযোগিতা গোষ্ঠীভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক বসবে। বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh,Union Defence Minister)। সাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজেশনের সদস্য দেশগুলি হলো – ভারত (India), রাশিয়া (Russia), চীন (China), কিরঘিজ প্রজাতন্ত্র (Kyrgyz Republic), কাজাখস্তান (Kazakhstan), তাজিকিস্তান (Tajikistan), উজবেকিস্তান (Uzbekistan) এবং পাকিস্তান (Pakistan)।
আরও পড়ুন: Elon Musk | ‘জনসংখ্যাই নিয়তি’, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হওয়ার পথে ভারত প্রসঙ্গে মাস্কের মন্তব্য
রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলের আশা, ৮ সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের এই বৈঠকে সন্ত্রাসবাদ, আঞ্চলিক নিরাপত্তা (Regional Security) এবং আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির (Security Situation in Afghanistan) মতো বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif, Pakistan Defence Minister) এই বৈঠকে যোগ দিতে ভারতের আসবেন কিনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। বৈঠকের আয়োজক দেশ হিসেবে ভারত অবশ্য তাঁকে আমন্ত্রণ পাঠিয়েছে। এখানে উল্লেখ্য, এসসিও অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পরপরই আগামী ৫ মে গোয়াতে (Goa) বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দিতে আসবেন পাক বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari, Pakistan Foreign minister Bilawal)।
চলতি সপ্তাহের গোড়ার দিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় (Poonch District, J&K) সন্ত্রাসবাদী হামলা হয়েছে। তা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় সন্দেহের তির পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের দিকে। প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীদের বৈঠকের আগে যদি এই বিষয় পোক্ত প্রমাণ মেলে, তাহলে বৈঠকে তার প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, পাক প্রতিরক্ষামন্ত্রী এই কারণেই এসসিও বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখনও কিছু জানানি, সম্ভবত তিনি বৈঠকে যোগ দেওয়া এড়াতে চাইছেন।
২০২০ সালের সালে গালওয়ান উপত্যকায় (Galwan Valley) ভারত-চীন সেনা সংঘর্ষের ঘটনার এই প্রথম চীনের প্রতিরক্ষামন্ত্রী ভারতে আসছেন। লাদাখ সহ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে প্রকৃত সীমা রেখা নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে এখন। গত ডিসেম্বরেও দুই দেশের বাহিনী ইয়াংৎসে ও তাওয়াংয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।
আরও একটি বিষয় উল্লেখযোগ্য হলো, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন সামরিক দ্বন্দ্ব (Russia-Ukraine Conflict) শুরু হওয়ার পর রুশ প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম ভারত সফর।