চীন: দেশের দারিদ্র্যের কথা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে চীন (China) সরকার। আর সেই কারণেই দেশের দারিদ্র্য প্রকাশ্যে আসতে পারে এমন ভিডিয়ো নিষিদ্ধ করেছে গণপ্রজাতন্ত্রী চীনের সরকার। সম্প্রতি এক অবসরপ্রাপ্ত (Retireed) ব্যক্তির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির এই বয়সে একমাত্র আয়ের উৎস পেনশন, আর তা দিয়ে তিনি কী কী কিনতে পারেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই দেশের কর্তৃপক্ষ সেটি ডিলিট করে দেওয়ার নির্দেশ দেন।
এদিকে দেশের দরিদ্রদের নিয়ে এক তরুণ গায়ক (singer) একটি গান বেঁধেছিলেন, যাতে বলা হয়েছে ‘আমি প্রতিদিন আমার মুখ ধুই, কিন্তু আমার পকেট আমার মুখের চেয়ে পরিষ্কার’ (I wash my face every day, but my pocket is cleaner than my face)। এই ভিডিয়ো প্রকাশের পর তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: Karnataka Assembly Election | কাল মহারণ কর্নাটকে, প্রচারে এগিয়ে বিজেপি, জনমত ‘হাতে’
চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন মার্চ মাসেই ঘোষণা করেছিল, দেশের নাগরিকরা ইচ্ছে করলেই যে কোনও ধরনের ভিডিয়ো প্রকাশ করতে পারবেন না। বিশেষ করে যে সমস্ত ভিডিয়োতে মানুষের দুঃখ-দারিদ্র্যর ছবি ফুটে ওঠে, সেগুলি তো কোনও মতেই প্রকাশ করা যাবে না। সরকারের মতে, এ ধরনের ভিডিয়ো প্রচার করে জনগণকে উস্কে দেওয়া হয়। সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সাফ কথা, পার্টির ভাবমূর্তি নষ্ট হতে পারে এমন কোনও ভিডিয়ো যেন কেউ প্রচার না করে।