বহরমপুর : অজানা জ্বরের প্রকোপে আক্রান্ত হচ্ছে বহু শিশু। এই অজানা জ্বরের হাত থেকে শিশুদের দূরে রাখতে বড়দের সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। শুধু আক্রান্ত নয়, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অনেকে। সম্প্রতি প্রায় ২০ জন শিশু জ্বর নিয়ে ভর্তি হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যার ফলে ওই হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা ১০০ ছাড়াল। বৃহস্পতিবার ২২ জন শিশুকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।
আরও পড়ুন : অজানা জ্বরের থাবা দুর্গাপুরে, হাসপাতালে ৪২ শিশু
হাসপাতালে চিকিৎসা পরিষেবা ভালই পাচ্ছেন বলে জানালেন শিশুর অভিভাবকরা। গত কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রচুর শিশু। তাদের মধ্যে অনেকেরই ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্টও রয়েছে। আরএসভি, অ্যাডোনো রোগও দেখা যাচ্ছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের জন্য শিশুদের জ্বরের প্রবণতা বাড়ছে। এই মুহূর্তে বহরমপুরের হাসপাতালে এসএনসিইউ বিভাগে ১৫ জন শিশু ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানান, ৬ মাসের বাচ্চারা বেশি ভুগছে। ৩ থেকে ৫ দিনের মধ্যে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগছে। তবে কোনও বাচ্চা করোনা পজেটিভ নয়। এখনও পর্যন্ত শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে “বাড়ির বড়দের সর্দি কাশি হলে শিশুদের কাছে যাবেন না। কেউ শিশুদের নিয়ে এই সময় চুমু খাবেন না। যতটা সম্ভব শিশুদের বাইরের লোকজনের কাছ থেকে দূরে রাখুন”। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে শিশুর অভিভাবকরা হাসপাতালের পরিষেবার প্রশংসা করেন।