উত্তর আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশে রওনা দেওয়ার পরে ভূমধ্যসাগরে অত্যন্ত খারাপ আবহাওয়া কবলে পড়েন অন্তত এক হাজার মানুষ। স্বেচ্ছাসেবীরা এঁদের উদ্ধার করে বিপদের হাত থেকে বাঁচালেও অন্য সমস্যা দেখা দিয়েছে। সাগরের আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও বিপদগ্রস্ত ওই মানুষগুলিকে ইতালি তাদের বন্দরে অবতরণ করতে দিচ্ছে না।
বিপদগ্রস্তদের স্বেচ্ছাসেবীরা চারটি জাহাজে চাপিয়ে উদ্ধার করলেও ইতালি সরকার ওঁদের বন্দরে অবতরণ করার অনুমতি দিচ্ছে না। সূত্রের খবর, উদ্ধার করার পরে হিউম্যানিটি ওয়ান নামে একটি জাহাজে থাকা ১৭৯জনের মধ্যে মোটে একজনকে বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রে বিষয়টি ঝুলে রয়েছে।
স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, সমুদ্র থেকে যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের এখন প্রয়োজন নিরাপত্তা। কিন্তু ইতালি সরকার এব্যাপারে এখনও কোনও সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি।
সূত্রের খবর, উদ্ধারকারী ওই জাহাজগুলিতে রয়েছে অনেক মহিলা ও শিশুও। সবচেয়ে কম বয়সি শিশুর বয়স সাত মাস দশ দিন। ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, অন্তঃসত্ত্বা মহিলাদের এবং শিশুদের সহায়তা করা হবে। ওদের বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে।
সূত্রের খবর, স্বেচ্ছাসেবীরা উদ্ধারকারীদের চারটি জাহাজে অন্ততপক্ষে এক হাজার মানুষ রয়েছেন। আগামিদিনে তাঁদের পরিণতি কী হবে তা এখনও অনিশ্চিত। প্রশ্ন উঠছে, ইতালি সরকার জাহাজে থাকা বাকি মানুষগুলির দিকে শেষপর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দেবে কিনা। জাহাজে আটকে পড়া মানুজন এই অনিশ্চয়তার জেরে উদ্বেগের দিবারাত্রি যাপন করছেন।