কলকাতা: প্রতিটা উৎসবে তাঁকে সর্বাগ্রে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এবার ঈদের (Eid al-Adha) উৎসব উপলক্ষে নিজের ফেসবুক (Facebook) বার্তায় মমতা (Mamata Banerjee) লিখেছেন, ঈদ-উল-আযহা উদযাপনকারী প্রত্যেকের জন্য এই শুভ উপলক্ষের আনন্দ ভালোবাসা এবং আশীর্বাদে আপনার ঘরগুলি পরিপূর্ণ হোক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক। একইসঙ্গে ফেসবুক বার্তায় উল্টোরথ উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উল্টোরথ উপলক্ষে ভগবান (God) জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।
সম্প্রতি তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার একইসঙ্গে নিজের এক ফেসবুক বার্তায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনায় যেভাবে সাধারণ মানুষ প্রার্থনা (Pray) করেছেন, তাতে যে তিনি আপ্লুত তাও জানাতে ভোলেননি। অসুস্থতার কারণেই বৃহস্পতিবার সকালে ঈদের নমাজে উপস্থিত থাকতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Panchayat Election | ভোটের ৯ দিন আগে সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু
ফেসবুকে মমতা আরও লিখেছেন, আমার সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আমি মুগ্ধ হয়েছি। মঙ্গলবার হেলিকপ্টারটি সেবক এয়ারবেসে অবতরণ করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি। মুখ্যমন্ত্রী লিখেছেন, সর্বশক্তিমানের দয়া ও মেডিক্যাল টিমের প্রাণপণ চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি। এবং ফিজিয়োথেরাপি সেশন করছি।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারের দুর্বিপাকে পড়েন তিনি। পাইলটের দক্ষতায় কপ্টার জরুরি অবতরণ করে শিলিগুড়ির সেবক এয়ারবেসে। কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান তিনি। মঙ্গলবার কলকাতায় ফেরার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। পরে বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে মমতার স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়েছিল। সেই বুলেটিন অনুযায়ী, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও ব্যথা রয়েছে তাঁর। সামান্য নড়াচড়া করলেও সেই ব্যথা বাড়ছে।
এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সৌভ্রাতৃত্বকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি।
I am deeply touched by everyone’s well wishes for my health.
I had a close call the day before yesterday when the helicopter made an emergency landing on Sevoke Airbase.
With Almighty’s benevolence and dedicated efforts of the medical team, I am recuperating and undergoing…
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2023