রায়পুর: সাত ঘণ্টায় ১০১ মহিলার বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচার (Operation)! তাও কিনা একজন চিকিৎসক করেছেন এতগুলি অস্ত্রোপচার৷ সাত ঘণ্টায় শতাধিক মহিলার অস্ত্রোপচার করায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগ উঠে এসেছে৷ তার পরই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার৷
গত ২৭ অগস্ট ছত্তিশগড়ের (Chhattisgarh) সুরগুজা জেলার মইনপত ডেভেলপমেন্ট ব্লকের নর্মদাপুর কমিউনিটি হেলথ সেন্টারে ওই বন্ধ্যাত্বকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল৷ রায়পুর থেকে ৩০০ কিমি দূরে সরকার আয়োজিত ওই শিবিরে বহু মহিলা বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচার করাতে এসেছিলেন৷ স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, ওই শিবিরে সাত ঘণ্টায় ১০১ জন মহিলার অস্ত্রোপচার করেন এক সার্জেন্ট৷
আরও পড়ুন: প্রধান বিচারপতি এনভি রমানার প্রশংসায় পঞ্চমুখ সলিসিটর জেনারেল
প্রতীকী ছবি
ওই রিপোর্ট দেখেই নড়েচড়ে বসে জেলার স্বাস্থ্য দফতর৷ অভিযুক্ত চিকিৎসককে শো-কজ করেন চিফ মেডিক্যাল অফিসার৷ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়৷ জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরও৷ দফতরের প্রধান সচিব অলোক শুক্লা বলেন, ‘ওই শিবিরে একজন সরকারি চিকিৎসক মোট ১০১টি সার্জারি করেছিলেন৷ যদিও অস্ত্রোপচারের পর মহিলারা সকলেই সুস্থ আছেন৷ কিন্তু সরকারি গাইডলাইনে বলা আছে, একজন সার্জেন্ট দিনে ৩০টির বেশি অস্ত্রোপচার করতে পারবেন না৷ তাই ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ জানতে চাওয়া হয়েছে কেন তিনি নিয়ম ভাঙলেন৷’
আরও পড়ুন: ফিরোদাবাদে ‘হেমোরহেজিক’ ডেঙ্গুতে মৃত ৬০, প্রিয়াঙ্কার নিশানায় যোগী প্রশাসন
যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি, ওই শিবিরে বহু মহিলা চলে এসেছিলেন৷ তাঁরাই অস্ত্রোপচারের জন্য বারবার অনুরোধ করেন৷ মহিলারা জানিয়েছিলেন, তাঁরা অনেক দূর থেকে এসেছেন৷ অত দূর থেকে রোজ রোজ কোনও সরকারি কেন্দ্রে যাওয়া সম্ভব নয়৷