কলকাতা: শুক্রবার, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দ্বিতীয় দফায় ১৩টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে ভোট হয় ৷ কেরলের ২০টি আসন, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি, মধ্যপ্রদেশের ৭টি, অসম ও বিহারের ৫টি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে আসন এবং জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায় একটি করে আসনে ভোটগ্রহণ হয়। এদিন আমাদের রাজ্যে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে ভোটগ্রহণ হয়।
বাংলার তিন আসনে ভোটদানের হারে প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও ২০১৯ সালের থেকে পিছিয়ে রইল ২০২৪ সাল। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট-এই তিন কেন্দ্রে শুক্রবার সকাল থেকেই ভোটাররা বুথের বাইরে লাইন দেন। দার্জিলিঙে আবহাওয়া আরামদায়ক থাকলেও রায়গঞ্জ এবং বালুরঘাটে বেশ গরম ছিল। সেই গরম উপেক্ষা করেই এই কেন্দ্রের ভোটাররা ভোট দিতে আসেন। দ্বিতীয় দফায় এই তিন আসনে মোট কত ভোট পড়ল, তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে।
শনিবার নির্বাচন কমিশনের তরফে ভোটদানের হারের যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তা থেকে স্পষ্ট ২০১৯ সালের তুলনায় এবার এই তিন আসনে প্রায় পাঁচ শতাংশ কম ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) রিপোর্ট অনুযায়ী, শুক্রবার বাংলার তিন কেন্দ্রের গড় ভোটদানের হার ৭৫. ৫৯ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ৮০.৯ শতাংশ।
আরও পড়ুন: ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর
উল্লেখ্য, বাংলার তিন আসনের মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি ভোট পড়েছে বালুরঘাটে। আর সবথেকে কম ভোট পড়েছে দার্জিলিংয়ে। ১৯ এপ্রিল ছিল প্রথম দফার নির্বাচন। এইদিন রাজ্যের তিন কেন্দ্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোটগ্রহণ ছিল। এই তিন লোকসভা আসনে ভোটদানের হার গড়ে ছিল ৮৪.৫৭ শতাংশ। সেখানে দ্বিতীয় দফায় ভোটদানের হার কমেছে বেশ অনেকটাই, বাংলার তিন কেন্দ্রের গড় ভোটদানের হার ৭৫. ৫৯ শতাংশ।
আরও খবর দেখুন