মুম্বই: মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে একাধিক কমিটি করে দেওয়া হল। শুক্রবার সেখানে তৈরি হয়েছে কোঅর্ডিনেশন কমিটি ও ইলেকশন স্ট্র্যাটেজি কমিটি, হয়েছে ক্যাম্পেন কমিটি, ওয়ার্কিং গ্রুপ ফর সোশ্যাল মিডিয়া, এছাড়া গবেষণা কমিটি। কোঅর্ডিনেশন কমিটিতে রয়েছেন কংগ্রেসের কেসি বেণুগোপাল, এনসিপির শরদ পাওয়ার, ডিএমকের টিআর বালু, জেএমএমের হেমন্ত সোরেন, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডির তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপের রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টির জাভেদ আলি খান, জেডিইউয়ের লালন সিং, সিপিআইয়ের ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, পিডিপির মেহবুবা মুফতি, সিপিএম এখনও নাম দেয়নি।
এছাড়া যে ক্যাম্পেন কমিটি হয়েছে তাতে রয়েছেন কংগ্রেসের গুরদীপ সিং সপ্পাল, জেডিইউয়ের সঞ্জয় ঝা, শিবসেনার অনিল দেশাই, আরজেডির সঞ্জয় যাদব, এনসিপির পিসি চাকো, জেএমএমের চম্পাই সোরেন, সমাজবাদী পার্টির কিরণময় নন্দ, আপের সঞ্জয় সিং, সিপিএমের অরুণ কুমার, সিপিআইয়ের বিনয় বিশ্বম, ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিচারপতি হাসনাইন মাসুদি, আরএলডির শহীদ সিদ্দিকী, আরএসপির এনকে প্রেমাচন্দ্রন, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন, সিপিআইএমএলের রবি রাই, ভিসিকে পার্টির তিরুমাভালান, আইইউএমএলের কেএম কাদের মইদিন, কেসিএম পার্টির জোস কে মণি, আরেক জন থাকবে তৃণমূলের প্রতিনিধি।
আরও পড়ুন: ইন্ডিয়া হল ১৪০ কোটি মানুষের জোট, বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
সোশ্যাল মিডিয়ার জন্য যে গ্রুপ করা হয়েছে তাতে রয়েছেন কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনেট, আরজেডির সুমিত শর্মা, সমাজবাদী পার্টির আশিস যাদব, সমাজবাদী পার্টির রাজীব নিগম, আপের রাঘব চাড্ডা, জেএমএমের অবিন্দানি, পিডিপির ইলতিজা মেহবুবা, সিপিএমের প্রাঞ্জল, সিপিআইয়ের ভালচন্দ্রন কাঙ্গো, ন্যাশনাল কনফারেন্সের ইফ্রা জা, সিপিআইএমএলের ভি অরুণ কুমার, আরেকজন থাকবে তৃণমূলের।
এছাড়া মিডিয়ার জন্য গ্রুপ করা হয়েছে তাতে রয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ, আরজেডির মনোজ ঝা, শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত, এনসিপির জীতেন্দ্র আওয়াদ, আপের রাঘব চাড্ডা, জেডিইউয়ের রাজীব রঞ্জন, সিপিএমের প্রাঞ্জল, সমাজবাদী পার্টির আশাসিস যাদব, জেএমএমের সুপ্রিয় ভট্টাচার্য, জেএমএমের অলোক কুমার, জেডিইউয়ের মণীশ কুমার, সমাজবাদী পার্টির রাজীব নিগম, সিপিআইয়ের ভালচন্দ্রন কাঙ্গো, ন্যাশনাল কনফারেন্সের তনভির সাদিক, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, সিপিআওইএমএলের সুচেতা দে, পিডিপির মোহিত ভান।