সামসেরগঞ্জ: ফের উত্তপ্ত সামশেরগঞ্জ। গুলিবিদ্ধ এক মহিলা। রেবিনা বিবি নামে ওই মহিলার বুকে ও হাতে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুর গ্রামে গুলিবিদ্ধ ওই মহিলা সিপিআইএম সমর্থক বলে দাবি। তৃণমূলের দুষ্কৃতীরা ওই ঘটনায় জড়িত বলে দাবি জেলা সিপিআইএমের। যদিও এ ব্যপারে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বেশ আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন।
এদিকে নওদায় বাড়ি থেকে ভোট দিতে যাওয়ার পথে এক বৃদ্ধকে বোমা মারার অভিযোগ। শনিবার নওদা থানার গঙ্গাধারী মধুপুর ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট দিতে যাওয়ার সময় তাঁকে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। আহত ওই বৃদ্ধের নাম হাজি নিয়াকত শেখ। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election | কদম্বগাছি নির্দল প্রার্থী সমর্থককে খুন, টায়ার জ্বালিয়ে টাকি রোড অবরোধ
পঞ্চায়েত ভোটের শুরু থেকেই রক্তের হোলি মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদে ভোটের বলি তিন। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। আর তিনজনই তৃনমুল কর্মী- সমর্থক বলে জানা গিয়েছে। গতকাল রাতে বেলডাঙ্গার এলাকার বাবর আলি নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশপাশি রেজিনগর থানার নাজিরপুর এলাকা থেকে তৃণমূল কর্মী ইয়াসিন শেখের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এদিন সকালে খড়গ্রামের রতনপুরে সতরুদ্দিন শেখকে কুপিয়ে খুন করা হয়। তিনিও তৃণমুল কর্মী বলে জানা গিয়েছে। এদিকে ভোটের হিংসায় আহত এক মহিলা সহ চারজন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।