ডায়মন্ড হারবার: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র পেশের প্রক্রিয়া। চলবে ১৫ জুন পর্যন্ত। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠল। প্রশাসনিক জটিলতার কারণে শুক্রবার ডায়মন্ড হারবার ১ ব্লকে মনোনয়নপত্র জমা করতে পারলেন না বিরোধী প্রার্থীরা।
প্রশাসনের নির্দেশমতো শুক্রবার বিজেপি, সিপিআইএম এবং আইএসএফের প্রার্থীরা ডায়মন্ড হারবার ১ নং ব্লকে মনোনয়নপত্র জমা করতে আসেন। বিরোধীদের অভিযোগ, এদিন প্রশাসনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করার কোনও ব্যবস্থা ছিল না। বিরোধীদের বলেন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি করতে চাইছে রাজ্যের শাসকদল। তাই মনোনয়নপত্র জমা করতে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে প্রশাসন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মমতার সঙ্গে সুসম্পর্ক রাখতে পঞ্চায়েতে প্রার্থী দেবে না আপ
অন্যদিকে ডায়মন্ড হারবার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাস বলেন, শুক্রবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব ব্যবস্থা করতে তাদের কিছুটা সময় লাগছে। যত দ্রুত সম্ভব মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া শুরু করা হবে। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্য নির্বাচন কমিশনের।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়নের জন্য রাজ্য নির্বাচন কমিশন যে সময়সীমা দিয়েছে তা উপযুক্ত নয় বলে আদালত প্রাথমিকভাবে মনে করছে। ওই সময়সীমা আরও বাড়ানো উচিত। এমনই পর্যবক্ষেণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। একইসঙ্গে আদালত জানিয়েছে, অনলাইনে মনোনয়ন জমা করার ব্যবস্থা করা হোক। ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হোক। হাইকোর্ট পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হোক। সোমবার রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার এর জবাব দেবে। ওই দিন এই মামলার শুনানি হবে।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা দায়ের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ করে বিজেপি এবং কংগ্রেস। দ্রুত মামলা দায়ের ও শুনানির অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যে আর্জিগুলি রয়েছে তার মধ্যে মনোনয়ন জমার সময় বৃদ্ধি করা হোক। প্রতি বুথে সিসিটিভি। কেন্দ্রীয় বাহিনী। আজ বেলা ১২ টায় শুনানি হয়। রাজ্য নির্বাচন কমিশনের অফিসারদের এজলাসে উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়।