কলকাতা: বিক্রমের চাঁদে নামার লাইভ ভিডিও চলছিল বিভিন্ন প্ল্যাটফর্মে। তার মধ্যে ছিল ইসরোর ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলের মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল ৯.১ মিলিয়ন মানুষ। এখন পর্যন্ত ইউটিউবে লাইভ ভিওয়ারশিপে রেকর্ড ছিল স্প্যানিশ পপ তারকা আইবে-র গানের। সেই ভিডিও লাইভ দেখেছিল ৩৪ লক্ষ মানুষ। তারপর তা ক্রমশই বাড়তে থাকে। বাড়তে বাড়তে ৯.১ মিলিয়নে পৌঁছয়। চন্দ্রযানের অবতরণ তাকেও ছাড়িয়ে গেল। সেই সঙ্গে তৈরি হলো ইতিহাস।
২৩ অগাস্ট, ২০২৩। ভারত নামক রাষ্ট্রের ইতিহাসে এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর বাঘা বাঘা দেশ যা করে দেখাতে পারেনি, তাই করে দেখাল আমাদের দেশ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করে দেখাল। চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল, কিন্তু চন্দ্রযান-৩ ইতিহাস সৃষ্টি করল। একই সঙ্গে আরও এক রেকর্ড করল সে।
আরও পড়ুন: রচিত হল ইতিহাস, প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করল ভারত
⚡️ #Chandrayaan3 live stream breaks World record of Spanish streamer Ibai of 3.4 million viewers.
At present more than 3.6 million people are watching #Chandrayaan3Landing on ISRO’s official YouTube channel.
— Megh Updates ?™ (@MeghUpdates) August 23, 2023
চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার কথা ছিল ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে। প্রাট ৫০ সেকেন্ড আগেই চাঁদে পৌঁছে গেল সে। আপাতত চার ঘণ্টা বিশ্রাম নেবে বিক্রম। তারপর বিক্রমের শরীর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে চলেফিরে বেড়াবে।
চন্দ্রযান-৩ মিশনের এই দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন তিনি। সেখান থেকেই ল্যান্ডিং মডিউলের সফল অবতরণ লাইভ দেখলেন তিনি। রুদ্ধশ্বাস মুহূর্ত পেরিয়ে সাফল্য আসতেই অভিনন্দন জানালেন ইসরোর বিজ্ঞানীদের এবং তামাম ভারতবাসীকে।