নয়াদিল্লি: শ্রীলঙ্কা সংকট নিয়ে আজ সর্বদলীয় বৈঠকে বসবে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশ বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে এই বৈঠক হবে। উপস্থিত থাকবেন সংসদের দু’কক্ষের সদস্যরা। রবিবার বাদল অধিবেশন শুরুর আগে ডাকা সর্বদল বৈঠকের পরই আজকের বৈঠকের বিষয়ে জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।
প্রায় এক মাসের বেশি সময় ধরে চলা গণবিক্ষোভের আগুনে তপ্ত দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কায় বহু ভারতীয় কাজের সন্ধানে যান। আবার প্রতিবেশী শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের। কী ভাবে আগামী দিনে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের সমীকরণ এগবে, তার রূপরেখা ঠিক হবে মঙ্গলবারের বৈঠকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আগামী কাল, বুধবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন। সেদিন সাংসদরা গোপন ব্যালটে ভোট দেবেন। বর্তমান পরিস্থিতিতে পুরো মেয়াদের প্রেসিডেন্ট বাছা সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। আর্থিক অনটনে আটকে পড়া শ্রীলঙ্কা এই মুহূর্তে ফুঁসছে গণআন্দোলনে। জনগণের চাপে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
রাজাপক্ষের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাজিথ প্রেমাদাসা। ১৯৭৮-এ দেশের প্রধানমন্ত্রী রণসিঙ্ঘে প্রেমাদাসার পুত্র সাজিথের পক্ষেই পাল্লা ভারী। এছাড়াও এছাড়াও প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মার্ক্সবাদী জেভিপি নেত্রী অনুরা কুমারা দেশনায়কে এবং শাসকদল এসএলপিপি থেকে বেরিয়ে আসা দুলাস আলহাপেরুমা। সেই প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিনই সর্বদল বৈঠক কেন্দ্রের।