কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন (States Election Commission)। আগামিকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানি হওয়ার কথা। সোমবার রাতে রাজ্য নির্বাচন কমিশন দফতর থেকে বের হওয়ার সময় নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান সু্প্রিম কোর্টের (SUPREME COURT) রায় জানার পরেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন দফায় দফায় আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। কমিশন এবং রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবারই ই পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে। তাতে ওই নির্দেশ নিয়ে ১৫ দফা প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ, রাজ্য ওবং কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা না করেই হাইকোর্ট এক তরফা এই নির্দেশ দিয়েছে। কমিশনের আরও যুক্তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ক্ষমতা তাদের নেই এ ব্যাপারে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কংগ্রেস এবং বিজেপি অবশ্য আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখে ছিল, যাতে এক তরফা শুনানি না হয়।
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষন ছিল নির্বাচন কমিশনের চিহ্নিত করা স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। গত বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে রাজ্যের সব জেলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৮৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়ে বাহিনীর জন্য আবেদন করতে হবে। এর মধ্যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Enforcement Directorate | সার্বিক নিয়োগ দুর্নীতির জন্যই অভিষেককে ডাকা হচ্ছে, চিঠিতে জানাল ইডি
এদিকে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী মামলা দায়েরের অনুমতি চেয়ে জানান, হাইকোর্ট গত বৃহস্পতিবার ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে আবেদন করতে বলেছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়নি, যা আদালত অবমাননা শামিল। শুভেন্দু অধিকারীর আইনজীবীকে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি টি এস শিভগননমের ডিভিশন বেঞ্চ।