ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের আগের মুহূর্তের ফুটেজ সামনে এল। ফুটেজে স্পষ্ট, দুজন ব্যক্তি এপিজে আব্দুল কালাম রোড দিয়ে হেঁটে যাচ্ছে। এরপর ওই দুজন আইইডি লাগিয়ে অটোয় করে পালিয়ে যায়। এবছরের ২৯ জানুয়ারি, বিকেল পাঁচটা নাগাদ আইইডি বিস্ফোরণ ঘটে নিউ দিল্লির ইজরায়েল দূতাবাসের সামনে।
এনআইএ সূত্র নিশ্চিত করেছে, মাস্ক ও জ্যাকেট পরিহিত ওই দুই সন্দেহজনক ব্যক্তি, যাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারাই আইইডি বিস্ফোরণের পিছনে রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তিরা এপিজে আবদুল কালাম রোডের ওপর দিয়ে হেঁটে জিন্দাল হাউসের কাছে আসে। প্রথম সন্দেহভাজন খুঁড়িয়ে হাঁটছিল। তার কাঁধে একটি ব্যাগ রয়েছে। তার পাশেই দ্বিতীয় সন্দেহভাজন হাতে একটা ফাইল নিয়ে হেঁটে যাচ্ছে ইরানি দূতাবাসের দিকে।
ওই দুই ব্যক্তি জামিয়া নগর থেকে অটোরিকশায় আব্দুল কালাম রোডে পৌঁছয়। এরপর তারা ইসরায়েলি দূতাবাসের সামনে আইইডি লাগিয়ে, একটি অটো রিক্সা নিয়ে আকবর রোড যায়। যখন তারা আকবর রোডে পৌঁছয়, তখন তাদের জ্যাকেট ছিল না। সূত্রের খবর, ওই দুই ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করেছিল তাদের গতিবিধি গোপন করতে। ওই ব্যক্তিরা আব্দুল কালাম রোড ছেড়ে চলে যাওয়া মাত্রই আইইডি বিস্ফোরণ ঘটে।
আইইডি বিস্ফোরণের ফলে এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির সামনের কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায়। ইসরাইলের তরফে ওই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করা হয়। তারপর থেকে ৬ মাস ধরে এনআইএ ঘটনায় জড়িতদের খুঁজতে চেষ্টা চালাচ্ছিল।
তবে বিস্ফোরণের উদ্দেশ্য তাদের কাছে এখনো স্পষ্ট নয়। এনআইএ’র ঘোষণা, ওই দুই সন্দেহভাজন সম্পর্কে কোন তথ্য দিতে পারলে বা তাদের গ্রেফতারিতে সহায়তা করলে মিলবে ১০ লক্ষ টাকা পুরস্কার।
https://youtu.be/jvtkreFn9CE