কলকাতা: শুক্রবারের মধ্যেই ময়নাতদন্ত করতে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৃতের পরিবার যাতে উপযুক্ত নিরাপত্তা পায়, কলকাতার পুলিস কমিশনারকে তাও দেখতে বলেছে কলকাতা হাইকোর্ট। সেইমতো কাশীপুরে মৃত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাবস্থা করল কলকাতা পুলিস। পরিবারের নিরাপত্তার পাশাপাশি বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্দ্যোগ নিল কলকাতা পুলিস।
কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃতদেহের ময়নাতদন্ত হবে আলিপুর কমান্ড হাসপাতালে। কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে। আদালতের আরও নির্দেশ, গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে। আরজি কর হাসপাতাল থেকে দেহ যাতে নিরাপদে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তা নিশ্চিত করতে হবে কলকাতার পুলিস কমিশনারকে।
আরও পড়ুন: Amit Shah: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি শুধু বাংলার নয় দেশের গর্ব, ভিক্টোরিয়ায় শাহ
শুক্রবারের মধ্যেই ময়নাতদন্ত করতে হবে বলে আদালত জানিয়ে দিয়েছে। মৃতের পরিবার যাতে উপযুক্ত নিরাপত্তা পায়, কলকাতার পুলিস কমিশনারকে তাও দেখতে বলেছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। ওইদিন ময়নাতদন্তের রিপোর্ট এবং কেস ডায়রি আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের। আদালত বলেছে কল্যাণী এইমসের যদি কোনও বিশেষজ্ঞ ময়নাতদন্তের সময় থাকতে পারেন, তবে ভাল হয়। আরজি কর হাসপাতালের ফরেনসিক বিভাগের এক বিশেষজ্ঞকেও থাকতে বলা হয়েছে। এছাড়াও ময়নাতদন্তের সময় আলিপুরে থাকতে হবে দক্ষিণ ২৪ পরগনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে।
আরও পড়ুন: Amit Shah: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি শুধু বাংলার নয় দেশের গর্ব, ভিক্টোরিয়ায় শাহ
এদিন কাশীপুর থেকে মৃত অর্জুনের মাকে কার্যত বগলদাবা করে হাইকোর্টে নিয়ে যান বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তার আগেই প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা করার আবেদন জানান সুবীর সান্যাল। প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দেন।