রামপুরহাট: বগটুই গণহত্যাকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের ডিএনএ (DNA) টেস্ট করা হতে পারে। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে গুলি-বোমা মেরে খুন করা হয়েছিল। তারপর ওই রাতেই পরপর ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে ঘরের ভিতরেই মৃত্যু হয় ৭ জনের। পরে এক মহিলা মারা যান রামপুরহাট মহকুমা হাসপাতালে।
কিন্তু, অভিযোগ উঠেছিল যে, যিনি মৃতদেহগুলি শনাক্ত করেছিলেন, তিনি তাঁদের আত্মীয় বলে পরিচয় দিলেও তাঁকে অন্যান্য আত্মীয়রা চেনেন না। তড়িঘড়ি মৃতদের শনাক্ত করে সৎকার করে দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তে নেমে সিবিআইয়েরও নজরে আসে বিষয়টি। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, বগটুই হত্যাকাণ্ডে নিহত ৭ জনের ডিএনএ (DNA) টেস্ট করা হবে।
সূত্রে জানা গিয়েছে, নিহতদের আত্মীয় মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা এই তথ্য পেয়েছেন। মিহিলাল সিবিআইয়ের কাছে দাবি করেছেন, মৃতদেহ শনাক্ত না করেই ক্রিয়াকর্ম করা হয়েছে।। সেই কারণেই নিহতদের ডিএনএ (DNA) টেস্ট করানো হবে, এমনই সিবিআই সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Weather Forecast: গরমে নাজেহাল রাজ্যবাসী, আরও বাড়বে তাপমাত্রা জানাল হাওয়া অফিস
এদিকে, শুক্রবার ফের আর এক দফায় রামপুরহাট দমকল বাহিনীর ওসিকে তলব করল সিবিআই। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেবেন তিনি।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সোনা শেখের বাড়ি থেকে যে ৭টি মৃতদেহ উদ্ধার হয়, তাঁদের শনাক্তকরণ ঠিকমতো হয়নি বলে সিবিআইয়ের কাছে অভিযোগ জানান পরিবারের সদস্যরা। ময়না তদন্তের সময় দেহগুলি থেকে নমুনা সংগ্রহ করে রাখা হয়েছিল। সেই নমুনা সংরক্ষণের জন্য ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে জানানো হচ্ছে, এই সমস্ত নমুনাগুলো পাঠানো হবে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে। তবে নমুনা পাঠানোর আগে পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে এবং ডিএনএ মিলিয়ে দেখা হবে।