বর্ধমান: ভোট-পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে সিবিআই(CBI) তদন্ত। রবিবার জামালপুরে নিহত এক বিজেপি(BJP) কর্মীর পরিবারের বাড়িতে গেলেও, গেল না নিহত দুই তৃণমূল(TMC) কর্মীর বাড়িতে। তাহলে কি কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন তদন্তকারী সংস্থা কী পক্ষপাতিত্ব করছে? উঠছে প্রশ্ন।
ভোট-পরবর্তী হিংসার বলি জামালপুরের কাকলি ক্ষেত্রপাল এর বাড়ি পৌঁছলো সিবিআই এর তিন সদস্যের দল। রবিবার তারা কাকলি ক্ষেত্রপাল এর বাড়ি পৌঁছায়। সেখানে তাঁর স্বামী ও অন্যান্য আত্মীয়দের সাথে কথা বলে কোন পুরনো শত্রুতা বসে এই ঘটনা ঘটেছে কি না তা বারবার জানার চেষ্টা করেন তারা। কাকলি ক্ষেত্রফলের স্বামী জানান রাজনৈতিক হিংসা শিকার হয়েছেন।
আরও পড়ুন- নিশানায় ছিল মার্কিন-ব্রিটিশ বিমান! কাবুলে রকেট হামলা ঘিরে উঠছে প্রশ্ন
দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মৃত কাকলি ক্ষেত্রপাল এর পরিবার তারা আরও জানান হাসপাতালে চিকিৎসা মেলেনি তাদের সম্পূর্ণ নিজের খরচে চিকিৎসা করতে হয়েছে পরিবারের বহু সদস্য এখনো ঘর ছাড়া রয়েছে।
অন্যদিকে, ওই জামালপুর এলাকাতেই ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন বিভাস বাগ নামক এক তৃণমূলকর্মী। তাঁর স্ত্রী জানালেন যে স্বামী বিভাস বাগকে স্বামীকে পিটিয়ে মেরেছে বিজেপি কর্মীরা। শুরুতে অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু এখন অভিযুক্তেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।
এই সকল হিংসার তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে নির্দেশ দিয়েছিল কলকাতা উচ্চ আদালত। যার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রবিবার সিবিআই-এর বিশেষ দল জামালপুরে কেবল আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতেই গিয়েছে। জামালপুরে গেলেও হিংসার শিকার হওয়া তৃণমূল কর্মীর বাড়িতে যায়নি কেন্দ্রীয় সংস্থার কোনও প্রতিনিধি। যা জাতীয় মানবাধিকার কমিশনের মতোই সিবিআই-এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- রাম ছাড়া অযোধ্যা কিছুই না, রাষ্ট্রপতির মন্তব্যে অসন্তুষ্ট বিরোধীরা
বর্ধমানে কেতুগ্রামে ভোট পরবর্তী হিংসার মৃত্যু হয় বলরাম মাঝি নামক এক যুবকের। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও তাঁকে প্রাণ হারাতে হয়েছিল কেবলমাত্র সন্দেহের বশে। বিজেপিকে ভোট দিয়েছে সন্দেহে বলরামের উপরে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তাঁর মা টুম্পা মাঝি। এদিন সেই বলরামের বাড়িতেও যায় সিবিআই। তৃণমূল নেতাদের ইশারায় পুলিশ খুনীদের আড়াল করার চেষ্টা করছে বলে সিবি আইয়ের কাছে অভিযোগ জানাল বলরামের মা টুম্পা মাঝি। এদিকে তৃণমূল কংগ্রেসের কেতুগ্রামের বিধায়ক সেখ শাহেনওয়াজ বলেন, বলরাম মাঝির মায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও সিবিআই টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি।