নয়াদিল্লি: আগামী সপ্তাহ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। বৃত্তি (Scholarship) প্রকল্পে প্রতারণার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক ডজনেরও বেশি আসামিকে তদন্তের (Investigation) নোটিশ (Notice) পাঠানো হবে। এমনটা সিবিআই সূত্রে জানা গিয়েছে।
এই জালিয়াতির মামলাটি ২১টি রাজ্যের সঙ্গে সম্পর্কিত, যার মধ্যে উত্তর প্রদেশে ১৫৪ টি, রাজস্থানে ৯৯ টি, অসমে ২২৫ টি, কর্ণাটকের ১৬২ টি প্রতিষ্ঠান জালিয়াতির সঙ্গে সম্পর্কিত। পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি জাল আবেদন পাওয়া গিয়েছে। সিবিআই সদর দফতরের এক সূত্রে এই খবর জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের জারি করা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের বৃত্তি প্রকল্প কেলেঙ্কারিতে প্রায় ১৪৪ কোটি টাকার জালিয়াতির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির জন্মদিনে বিশেষ অনুষ্ঠান বিজেপির
এফআইআর অনুসারে, ১৫৭২টি প্রতিষ্ঠানকে স্কলারশিপের জন্য মন্ত্রক বাছাই করেছিল। কিন্তু প্রায় 880টি প্রতিষ্ঠান জাল ছিল। মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি ইত্যাদি ধর্ম সম্পর্কিত প্রতিষ্ঠানের নামে প্রতারণা করা হয়েছিল।