কলকাতা: রাজ্যের গরু-কয়লা পাচার মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহকে। ফের তাঁর প্রতি আস্থা রাখলেন সিবিআইয়ের কেন্দ্রীয় অধিকর্তা। এবার রাজ্যের ভোট পরবর্তী অশান্তি মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হলো তাঁকে। সেই দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় শাখার সদর দপ্তর সিজিও কম্প্লেক্সে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরে ফেললেন তিনি। বুধবার থেকে তিনি নতুন উদ্যোমে তদন্তের কাজ শুরু করবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
রাজ্যের ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তের দায়িত্ব সিবিআই এবং রাজ্য পুলিশের সিটকে দিয়েছিল হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছিল, নির্বাচনোত্তর খুন এবং ধর্ষণের যাবতীয় মামলার তদন্ত করে দেখবে সিবিআই। বাকি অভিযোগগুলি তদন্ত করবে রাজ্য পুলিশের সিট। তার দায়িত্বে থাকবেন আইপিএস কর্তা সৌমেন মিত্র, রণবীর কুমার এবং সুমন বালা সাহু।
আরও পড়ুন-‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ব্যাপক সাড়া, আট দিনেই ১ কোটি রেজিস্ট্রেশন
হাইকোর্টের নির্দেশ পেয়ে দিল্লিতে নড়েচড়ে বসে সিবিআই। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহকে। ইতিমধ্যেই ভোট-পরবর্তী খুন এবং ধর্ষণের মামলা গুলির বিষয়ে নথি দেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজির কাছে ই-মেইল করে সিবিআই। সেই তথ্য সিবিআই দপ্তর এসে পৌঁছেছে। এদিন বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং কমিশনার মামলার নথি সিবিআই দপ্তরে পৌঁছে দিয়েছেন। কলকাতা পুলিশের আওতাধীন নারকেলডাঙ্গা ভোটের পরে খুন হয়েছিলেন অভিজিৎ সরকার। সে বিষয়ের তথ্য এদিন সিজিও কম্প্লেক্সে পাঠিয়ে দেয় লালবাজার। সিবিআই সূত্রে জানা গিয়েছে, পোর্ট ট্রাস্টের অফিসে বেস ক্যাম্প তৈরি করে তদন্তের কাজ চালানো হবে।