কলকাতা: ফি ইস্যুতে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল জিডি বিড়লা স্কুল।বেতন বকেয়া থাকলেও স্কুলে ঢুকতে দিতে হবে সব পড়ুয়াকে।মঙ্গলবার জিডি বিড়লার নোটিস খারিজ করে সাফ জানাল হাইকোর্ট।একইসঙ্গে যে সব স্কুল বন্ধ রয়েছে তাদের জন্যও এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
বকেয়া ফি দেওয়া না হলে পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলে একটি নোটিস দিয়েছিল জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। চলতি বছরের ৯ এপ্রিল সেই নোটিস জারি করা হয়েছিল। এবার সেই নোটিস খারিজ করে দিল আদালত।আদালতের তরফে সাফ জানানো হয়েছে, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে বন্ধ রাখা যাবে না স্কুল।স্কুলে ঢুকতে দিতে হবে সব পড়ুয়াকেই।নোটিস প্রত্যাহার করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আদালতের এই নির্দেশে খুশি অভিভাবকরা।
জি ডি বিড়লা সহ বেসরকারি স্কুলগুলিকে এর আগেই নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সে কথা মানেনি স্কুল কর্তৃপক্ষ। ফি বকেয়া থাকার কারণে পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। নোটিস সাটিয়ে বলে দেওয়া হয়, ফি না দিলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার দহাই দিয়ে কলকাতার পাঁচ স্কুলের গেঁটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সেই নোটিস তুলে নেওয়ার নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন Bansdroni Shootout: সক্রিয় কলকাতা পুলিস, বাঁশদ্রোণীতে গুলি চলার ১২ ঘন্টার মধ্যেই গ্রেফতার তিন
নোটিস প্রত্যাহারের পাশাপাশি ১৪৫টি বেসরকারি স্কুল্ক্র বকেয়া ফি দ্বন্দ্ব মেটাতে স্পেশ্যাল অফিসার নিয়োগ করেছে আদালত। আগামী ৬ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন Kolkata Professor Death: উল্টোডাঙ্গায় রহস্যজনকভাবে মৃত্যু অধ্যাপকের, তদন্তে পুলিশ