কলকাতা: বুধবার রাতে সিআরপিএফকে আচার্য ভবন ঘিরে ফেলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এবার স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুমটিকে অবিলম্বে সিল করার নির্দেশ সিবিআইকে দিলেন তিনি৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আজ সন্ধে ৭টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই ডেটা রুমটিকে সিল করতে হবে৷ সিল করার আগে সিবিআইকে দেখে নিতে হবে ওই ঘরের কম্পিউটার-সহ অন্যান্য জিনিস ঠিকঠাক আছে কি না৷ তারপর ডেটা রুমে তালা ঝুলিয়ে দেবেন গোয়েন্দারা৷ তালাবদ্ধ রুমের বাইরে পাহারা থাকবেন সিআরপিএফের দুই জওয়ান৷
আদালতের নির্দেশে গতকাল আচার্য ভবনের দখল নেয় কেন্দ্রীয় বাহিনী৷ তাদের নিরাপত্তার মেয়াদ আরও বাড়াল আদালত৷ জানিয়েছে, সিআরপিএফ এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ এই সময় কেউ আচার্য ভবনে ঢুকতে দেওয়া যাবে না৷ শুধুমাত্র চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ২ জন স্টেনো প্রবেশ করতে পারবে৷ তিন তলার ডাটা রুমটির পাহারা দেবে ২ জন সিআরপিএফের জওয়ান৷ ডাটা রুমের দরজায় তালা লাগিয়ে রাখবে সিবিআই৷ কোনও কারণে ভিতরে প্রবেশের প্রয়োজন হলে তখন আদালতের কাছে আবদেন জানাতে পারবে সিবিআই৷
আরও পড়ুন: Anubrata Mandal: আড়াই ঘণ্টা চিকিৎসার পর এসএসকেএম থেকে বেরিয়ে গেলেন অনুব্রত