কলকাতা: হাইকোর্টে ধাক্কা ভাঙড়ের আইএসএফ (ISF) প্রার্থীদের (Bhandar ISF Candidates)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) লড়তে পারবেন না ৮২ জন আইএসএফ প্রার্থী। ১৫ দিন পর ফের শুনানি করে বিষয়টির নিষ্পত্তি করবে বিচারপতি দেবাংশু বসাকে’র ডিভিশন বেঞ্চ।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম উধাওয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থী। তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানায় কমিশন। সেই মামলায় হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নির্দেশ দেন, রাজ্য নির্বচন কমিশনকে ওই ৮২ জনের মনোনয়নপত্র পুনর্বিবেচনা করতে হবে। কমিশন বিচারপতির সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের (Justice Debangshu Basak) ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।
বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি রাজাশেখর মান্থার পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ভিন্ন রায় আছে। তাই এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। বেঞ্চের আরও মন্তব্য, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) সিদ্ধান্তে আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না।
আরও পড়ুন: Panchayat Election | কংগ্রেস প্রার্থীর দেওরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
প্রসঙ্গত, মনোনয়ন পর্বে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। সেই পরিস্থিতি ভাঙড়ের ৮২ জন আইএসএফ কর্মী মনোনয়ন জমা দিতে পারেন নি। এরপরই তাঁরা নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। আদালত নির্দেশ দেয় পুলিশ প্রহরা মধ্যেই দিয়ে প্রার্থীরা মনোনয়ন কেন্দ্রে গিয়ে মনোনয়নপত্র জমা দেবে। সেই মতো মতো প্রার্থীরা সব নিজেদের কেন্দ্রে মনোনয়ন দাখিল করেন। কিন্তু কমিশন ৮২ জন প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দেয়। কমিশনরে দাবি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এই প্রার্থীরা মনোনযন জমা করেছিল তাই বাতিল করা হয়েছে।