কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) প্রক্রিয়ায় কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল না কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে।
পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে পঞ্চায়েতের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার পক্ষেও জানানো হয়েছে আর্জি। সোমবার পঞ্চায়েত মামলার সেই হাইভোল্টেজ শুনানি রায় ঘোষণা স্থগিত রাখল হাইকোর্ট।
দুই দফায় এদিনের শুনানি হয়। আর শুনানির প্রথম দফায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই শুনানির জনস্বার্থ মামলাকারী হিসাবে ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর কথাও বললেন হাই কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি বলেন, হনুমান জয়ন্তীর সময় আমরা বলেছিলাম সাধারণ মানুষের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। তারা রাজ্যকে সহযোগিতা করতে এসেছিল। এ ক্ষেত্রেও কমিশন চাইলে সহযোগিতা চাইতে পারে।