কলকাতা: কলকাতা পুলিশকে এসকর্ট দিয়ে হাইকোর্টে হাজির হওয়া বিরোধী প্রার্থীদের মনোনয়ন দিতে গন্তব্যে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) নির্দেশ, হাইকোর্টে আসা বিরোধী প্রার্থীদের বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশীপুরে পৌঁছে দিতে হবে কলকাতা পুলিশকে এসকর্ট করে। তাঁরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারেন, তার জন্যই এই নির্দেশ।
মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে প্রথম দিন থেকেই ধুন্ধুমার চলছে রাজ্যে। বিরোধীদের অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা মনোনয়ন পেশে বাধা দিচ্ছে। বৃহস্পতিবারই পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে দুজনের। গত শুক্রবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে পৃথক ভাবে হাইকোর্টে মামলা করে কংগ্রেস এবং বিজেপি। সেই মামলার পরিপেক্ষিতে বুধবার হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দেয়। তবে হাইকোর্টের বক্তব্য, সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই। বুধবার রাত পর্যন্ত কমিশন স্পর্শকাতর বুথে চূড়ান্ত হিসেব করে উঠতে পারেনি।
আরও পড়ুন: Panchayat Election | দলের টিকিট না পেয়ে নির্দলে মনোনয়নপত্র জমা বিক্ষুব্ধ তৃণমূলের
এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মনোনয়ন দিতে না পারা প্রার্থীদের নিতে কমিশন দফতরে হাজির হন বুধবার সন্ধ্যায়। শুভেন্দু জানান, বৃহস্পতিবার প্রার্থীদের কমিশন দফতরে এবং আদালতে হাজির করব। এদিন ফের বিজেপি মনোনয়ন দিতে না পারার ইস্যুতে আদালতের দৃষ্টি আকর্ষণ করে। তার ভিত্তিতে এদিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, প্রার্থীদের মনোনয়ন জমায় সবরকম সাহায্য করতে হবে পুলিশকে। হেয়ার স্ট্রিট থানাকে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকায় পুলিশ এসকর্ট দিয়ে পৌঁছে দিতে হবে। বিচারপতি মান্থা এদিনই আইএসএফের ৮২ জন প্রার্থীকে মনোনয়ন পেশ করারও নির্দেশ দেন। তিনি বলেন, কমিশন এবং পুলিশ প্রশাসনকে ওই মনোনযন পেশের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।