কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কতটা, ইডি এবং সিবিআইয়ের কাছে জানতে চাইল আদালত। ১৪ সেপ্টেম্বরের মধ্যে সে ব্যাপারে ইডির কাছে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার ইডি আদালতে নিয়োগ দুর্নীতি এবং অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি নিয়ে রিপোর্ট পেশ করে। তখনই বিচারপতি তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ইডির রিপোর্টে দেখা যাচ্ছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও রয়েছেন। তাঁর বিরুদ্ধে আপনারা কী তদন্ত করেছেন। কেন তাঁকে এখনও সমন পাঠাননি আপনারা। তদন্তে কি আদালত বাধা দিয়েছে? তাহলে আপনারা কেন তদন্ত করছেন না?
ইডির আইনজীবী জানান, এই সংক্রান্ত মামলা অন্য এজলাসে বিচারাধীন রয়েছে। ৫ সেপ্টেম্বর রায়দান করবে ওই আদালত। তাই আমরা সমন পাঠাইনি। এদিন এজলাসে ইডির আইনজীবী জানান, ওই সংস্থায় তল্লাশির সময় এক আধিকারিক কিছু ব্যক্তিগত বিষয় কম্পিউটারে অনুসন্ধান করেছিলেন। সেই কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি। বিচারপতি বলেন, এই ধরনের আধিকারিককে কেন সিটে রাখা হবে, কেন তাঁকে সরিয়ে দেব না। এই ধরনের একটা মামলায় এত ঢিলেঢালা মনোভাব কেন, তাও জানতে চান বিচারপতি সিনহা।
আরও পড়ুন: আদালতের নির্দেশে বেআইনি নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টে
ইডির আইনজীবী জানান, ওই আধিকারিকের মেয়ে হাওড়ার একটি প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন। সেখানকার হস্টেলের ব্যাপারে তিনি খোঁজ করছিলেন। যাদবপুরের ঘটনার পর ওই অফিসার একটু চিন্তায় ছিলেন।
প্রসঙ্গত, নিয়োগ মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। আদালতের নির্দেশে ইডি তাঁকে একবার জিজ্ঞাসাবাদও করে। তারপর আর তাঁকে ডাকা হয়নি। বিচারপতি সিনহা বলেন, একবার সমন পাঠিয়ে আর কেন ডাকা হয়নি তাঁকে, সেই প্রশ্ন তোলেন তিনি। ইডি গত ২৩ অগাস্ট তাদের প্রেস বিবৃতিতে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও হিসেবে অভিষেকের নাম উল্লেখ করে। তাতে আরও বলা হয়, ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওই সংস্থার চিফ অপারেটিং অফিসার ছিলেন। অভিষেক আমেরিকা থেকে ফেরার পরই ইডি ওই সংস্থায় তল্লাশি চালায়। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুদিন হল ছেলেটা ফিরেছে। তার সংস্থায় লোক পাঠিয়ে দিল। আমার বাড়িতেও রোজ অত্যাচার করছে ওরা (কেন্দ্রীয় সংস্থা)। অভিষেক ওই মঞ্চ থেকেই লিপস অ্যান্ড বাউন্ডসকে আমার সংস্থা বলে উল্লেখ করেন।