কলকাতা: দত্তপুকুর কাণ্ডে (Duttapukur Case) এখনই হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চ (Division Bench) এই বিষয়ে হওয়া জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দিল।
মামলাকারীর মূল দাবি ছিল, কেন এই ঘটনায় এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট অর্থাৎ বিস্ফোরক আইন অনুযায়ী কেন কোনও অভিযোগ দায়ের হয়নি। এনআইএ-র (NIA) তরফে জানানো হয়, ২৭ অগাস্টের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৮ অগাস্ট এনআইএ বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এও জানানো হয়, এগরা বিস্ফোরণ কাণ্ডের মামলা হাইকোর্টেই বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন: তৃণমুলের নেতাকে প্রাণে মারার চেষ্টা, অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে
কিন্তু বেঞ্চ বলেছে, যেহেতু তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই এখনই এই বিষয়ে হস্তক্ষেপ করা অনুচিত। তবে ভবিষ্যতে মামলাকারী মনে করলে উপযুক্ত জায়গায় বিষয়টি পেশ করতে পারবেন।