নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা (DA Hike) বাড়ল ৩ শতাংশ। ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ। এর ফলে শুধু কর্মীরাই নন, পেনশনভোগীরাও উপকৃত হবেন। কোভিড মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে ডিএ বাড়েনি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের (Central Government employees and pensioners)। দীর্ঘ ব্যবধানের পর ২০২১ সালের জুলাই মাসে একলাফে ১১ শতাংশ ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। ১৭ শতাংশ থেকে মহার্ঘভাতা বেড়ে হয় ২৮ শতাংশ। আবার ওই বছরেই অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বাড়ানো হয় ৩ শতাংশ। সেই সময় ৩১ শতাংশে পৌঁছয় মহার্ঘভাতা।
বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) বাড়ানোর সিদ্ধান্ত (DA Hike For Central Govt Employees) গৃহীত হয়। সরকারি সূত্রের দাবি, কর্মচারী এবং পেনশনভোগী মিলিয়ে এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী এই বর্ধিত ডিএ পাবেন।
Cabinet approves release of an additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners, due from 01.01.2022.
— All India Radio News (@airnewsalerts) March 30, 2022