৭ দিন সময় দিলে রাজ্যের উপনির্বাচন হতে পারে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, নির্বাচন কমিশন চাইলে ভোট করাতেই পারে। ‘নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কথায় চলে, তাই আমি প্রধানমন্ত্রীকে আবেদন করছি তিনি এই উপনির্বাচন তাড়াতাড়ি করিয়ে দিন।’
মমতার প্রশ্ন, ‘কমিশন যখন ৮ দফায় বিধানসভা নির্বাচন করাতে পেরেছে। তা হলে এখন কেন ভোট করাতে পারবে না? বিধানসভা ভোট পর্বে করোনা সংক্রমণের পজিটিভ রেট ছিল ৩৩%। এখন তা কমে দাঁড়িয়েছে ৩%।’ মোট সাতটি বিধানসভার উপনির্বাচন হওয়ার কথা। কেন্দ্রগুলি হল সামশেরগঞ্জ, জঙ্গিপুর, শান্তিপুর, দিনহাটা, ভবানীপুর, খড়দহ এবং গোসাবা। এরমধ্য়ে ভবানীপুর কেন্দ্রে মুখ্য়মন্ত্রী নিজেই সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচনে প্রচারের জন্য সময় বেঁধে দেওয়ার দাবিও তোলেন মমতা।
রাজ্যে করোনার হার এখন নিম্নমুখী। আগামী ১০ দিনের মধ্যে এই হার আরও নেমে যাবে। তাই উপনির্বাচনে আর বাধা থাকার কথা নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।