কলকাতা: দেড় মাস পর শহর ও শহরতলির রাস্তায় নামছে সরকারি ও বেসরকারি বাস৷ ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিল রাজ্য সরকার৷ সোমবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু বাসই নয়, অটো এবং টোটো নামবে রাস্তায়৷ কিন্তু সাধারণের জন্য আপাতত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘ট্রেন চালানোর পরিস্থিতি আসেনি’৷
আরও পড়ুন: ট্রেন-মেট্রো এখনই না, ১লা জুলাই থেকে চলবে বাস
রাজ্য সরকারের ঘোষণায় খুশি যাত্রীরা৷ কোভিড বিধি নিষেধের জন্য অফিস-কাছারি পুরোপুরি খোলা না থাকলেও কিছু কিছু কাজ হচ্ছিলই। হাজিরাও দিতে হচ্ছিল সেই মত। জরুরি পরিষেবার সঙ্গে জড়িতদের তো কাজে বেরতেই হচ্ছিল৷ তাঁদের অনেকের যাতায়াতের প্রধান ভরসা সেই অ্যাপ ক্যাবগুলি৷ কোভিডের বাজারে অ্যাপ কাবের সার্জ চরমে। গন্তব্যে পৌঁছতে ভাড়া গুণতে হয় প্রচুর৷ এ দিকে মে মাসের মাঝামাঝি থেকে বন্ধ সরকারি ও বেসরকারি বাস৷ যাত্রীদের কথায়, রোজ রোজ অ্যাপ ক্যাবে অফিস যাওয়া বা অন্যান্য কাজে বেরনো সম্ভব নয়৷ তাই তাঁরা চাইছিলেন এ বার অন্তত বাস-অটো চালানোর অনুমতি দিক সরকার৷
সেই দাবি পূরণ হওয়ায় খুশি যাত্রীরা৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে৷ সুস্থতার হার ৯৭.৩৬৷ আর সংক্রমণ হার নেমে এসেছে ৩.৩ শতাংশে৷ তাই আপাতত বাস, অটো ও টোটোকে ছাড় দিল রাজ্য সরকার৷ ঠিক হয়েছে, বাস চালক, কন্ডাক্টর ও অন্যান্য কর্মীদের টিকাকরণ নিশ্চিত করতে হবে৷ এ ছাড়া নিয়মিত স্যানিটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে৷ বাস চালক ও কন্ডাক্টরদের মাস্ক পরা বাধ্যতামূলক৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ৯টা পর্যন্ত বাস চলবে৷ একই নিয়ম মানতে হবে অটো এবং টোটোর ক্ষেত্রে৷
আরও পড়ুন: জাদুঘর থেকে নেতাজির ঐতিহাসিক টুপি গায়েব! কী বলল কেন্দ্র
সরকার বাস চালানোর অনুমতি দিলেও কত বাস রাস্তায় নামবে তা নিয়ে সংশয়ে যাত্রীদের একাংশ৷ যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তাতে মালিকদের একটা বড় অংশ রাস্তায় বাস নামানোর পক্ষপাতি নন৷ বরং তাঁরা জানিয়েছেন, বিধিনিষেধ উঠলে যদি ভাড়া না বাড়ে তাহলে বাস চালানো সম্ভব নয়৷ ভাড়া বৃদ্ধি নিয়ে গত রবিবার বাস মালিক সংগঠনগুলো আলোচনায় বসে৷ সেখানে ঠিক হয়, বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১০ টাকা করতেই হবে৷ পাশাপাশি সরকারের কাছে আর্থিক প্যাকেজেরও দাবি জানাবেন তাঁরা৷