কলকাতা: আইন মেনে বেতন বন্ধ করতে পারলে করুন। এই ভাষাতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee ) চ্যালেঞ্জ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) উপাচার্য বুদ্ধদেব সাউ (Budhhadeb Saw )। তিনি বলেন, যা করবেন আপনাকে আইন মেনে করতে হবে।
মঙ্গলবার শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশে বলেন, যে রাজভবনে বসে আপনি করলের কেরলের লোকজনকে চা খাওয়ান, সেই রাজভবন চালানোর টাকাও আমরা দিই। তেমন হলে অর্থনৈতিক অবরোধ করব। টাকা দেব না। দরকার হলে রজাভবনে ধরনায় বসব।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়াতেই বুধবার যাদবপুরের উপাচার্য বলেন, উনি আইন মেনে বেতন বন্ধ করলে করবেন। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান। আমাদের উপর তা পরিচালনার ভার রয়েছে। যে কোনও সরকারি প্রতিষ্ঠান চলে দেশের আইন অনুযায়ী।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতেও অনেক ক্ষমতা থাকে। তাই বলে কি আমি কারও চাকরি খেয়ে নিতে পারি?
আরও পড়ুন: হাওড়া ময়দান-এসপ্লানেড মেট্রো কবে শুরু? বড় আপডেট
মঙ্গলবার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের ভূমিকার বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, হঠাৎ করে বিজেপির লোককে যাদবপুরের উপাচার্য পদে বসিয়ে দেওয়া হয়েছে।এমনকী যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, তাঁদের উপাচার্য পদে বসানো হচ্ছে। রাজ্যপাল আইন মানছেন না।
সম্প্রতি রাজভবনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পদস্থ অফিসারার উপাচার্যের অধীনে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের কাজের ব্যাপারে উপাচার্যই শেষ কথা। ওই নির্দেশিকায় ইঙ্গিত দেওয়া হয় উপাচার্যরা রাজ্যের নির্দেশ মানতে বাধ্য নন। তারপরের দিনই রাজ্যের উচ্চ শিক্ষা দফতর উপাচার্যদের চিঠি দিয়ে জানায়, তাঁদের রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে হবে। রাজভবনের নির্দেশ নয়।
এমনিতেই উপাচার্য নিয়েগোর ইস্যুতেই রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত বেড়াই চলেছে। তবে যাদবপুরের উপাচার্য পদে নিযুক্ত হয়ে এত দিন বুদ্ধদেব রাজ্যের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। কিন্তু বুধবার সেই উপাচার্যই খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন। শিক্ষা মহল মনে করছে এর জল অনেক দূর গড়াতে পারে।