Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
BREAKING: অমিত শাহ্-এর মন্ত্রকের ওয়েব পোর্টালে নেই নিশীথ প্রামানিকের প্রোফাইল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ০২:১১:৩২ পিএম
  • / ৩৯৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

নয়া দিল্লি: নিশীথ প্রামানিকের নাগরিকত্ব বিতর্ক বিজেপির পিছু ছাড়ছে না। শুধু বিজেপি কেন এই প্রশ্নে বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের যে সরকারি ওয়েব পোর্টাল রয়েছে তাতে নিশীথের ছবি ও পরিচয় আপলোড করা হয়নি। বাকি যে দু’জন প্রতিমন্ত্রী রয়েছেন, অর্থাৎ নিত্যানন্দ রাই এবং অজয় কুমার মিশ্রের ছবি কেন্দ্রের ওয়েব সাইটে রয়েছে। কেন নিশীথ প্রামানিকের ছবি আপলোড করা হল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েব সাইটে?

আরও পড়ুন : বাংলাদেশের সাংসদের সঙ্গে নিশীথের ছবি ফেসবুকে, হাতিয়ার করছে তৃণমূল

হিন্দিতে গৃহমন্ত্রালয়। ইংরিজিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ওয়েবের সরকারি ঠিকানা এমএইচএ ডট গভ ডট ইন mha.gov.in। এই মন্ত্রকের পূর্ণ মন্ত্রী অমিত শাহ্। সঙ্গে তাঁর আরও ৩ ডেপুটি। যাঁদের মধ্যে অন্যতম মুখ কুচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। তারপর থেকেই বিতর্কের শিরোনামে নিশীথ। বিতর্ক তাঁর নাগরিকত্ব নিয়ে। যা নিয়ে ইতোমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

স্বরাষ্ট্র মন্ত্রকের এই পোর্টালে ক্লিক করলে যেটা দেখা যাচ্ছে তা নিয়েই বিতর্ক। মন্ত্রকের প্রতিমন্ত্রীদের প্রোফাইলে ঢুকলে দেখা যাচ্ছে, সেখানে নিশীথের ছবি বা পরিচয় কোনওটাই আপলোড করা নেই। ৯ জুলাই দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক। তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছেন অমিত শাহ্-এর ডেপুটি। কিন্তু সরকারি পোর্টালে তিনি কেন নেই? প্রশ্ন তুলছেন বিরোধীদের একাংশ। তবে কি নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা এড়াতেই পোর্টালে আপলোড করা হয়নি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম? কেন্দ্র কি এই বিতর্কের আঁচ থেকে দূরে থাকতে চাইছে?

এর আগে অসমের সাংসদ রিপন বরার একটি চিঠিকে হাতিয়ার করেছে তৃণমূল। এ ছাড়াও দলের হাতে রয়েছে নিশীথের টুইটার এবং ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়া বেশ কিছু ছবির স্ক্রিনশট। সঙ্গে আরও কিছু তথ্য প্রমাণ। এই সব খুঁটিনাটি জড়ো করে অমিত শাহ-র ডেপুটি নিশীথ প্রামানিকের বিরুদ্ধে ‘বাউন্সার’ তৈরি করছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক

এরই মধ্যে সামনে এসেছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি। ছবিটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স সোশাল মিডিয়া টিম-এর ফেসবুক গ্রুপে পোস্ট হয়েছে। এই পাবলিক পেজের সদস্যের সংখ্যা সাড়ে ৫ হাজার। কী রয়েছে ওই ছবিতে? সাদা কালো ছবি। ছবিতে দেখা যাচ্ছে বিজেপি নেতা, কোচবিহারের সাংসদ, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে। মন্ত্রীর গায়ে জ্যাকেট। ছবিতে সঙ্গে যাঁরা রয়েছেন প্রত্যেকেই গরম পোশাক পরে। অর্থাৎ ছবি তোলা হয়েছে শীতের সময়। নিশীথ প্রামানিকের হাত পিছন দিকে জড়ো করা। ছবিতে তাঁকে অনেকটাই কমবয়সী দেখাচ্ছে। দাড়ি, চুলের ছাঁট কোনওটাই এখনকার মত নয়। অর্থাৎ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে চেহারা বা ছবি সাধারণ মানুষ দেখতে অভ্যস্ত, ফেসবুকে পোস্ট হওয়া ছবি দেখেই বোঝা যাচ্ছে এটি সম্ভবত অনেক আগে তোলা হয়েছে।


পোস্টে বলা হয়েছে, ওই ফাইল ছবির সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। বসে যিনি খাচ্ছেন, তিনি বাংলাদেশের সাংসদ ও ডেপুটি স্পিকার। পিছনে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। নিশীথ কি বাংলাদেশে বেড়াতে গিয়ে এই ছবি তুলেছেন? নাকি সত্যিই তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্ন আছে?

আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে বাদ বাবুল ও দেবশ্রী, আসছেন নিশীথ, শান্তনু

কলকাতা টিভির ডিজিটাল টিম বাংলাদেশের গাইবান্ধায় গিয়েছিল। নিশীথ প্রামানিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে। কেন না অভিযোগ গাইবান্ধাতেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রকৃত ‘দেশের বাড়ি’। কলকাতা টিভি ডিজিটাল টিম নিশীথের ‘আদি বসতবাটি’ ঘুরে দেখে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যে সব তথ্য সংগ্রহ করেছে, তাতে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বোঝা গিয়েছে এই অভিযোগের খানিকটা ভিত্তি রয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

রাজ্য জয়েন্ট পরীক্ষার দিন বিশেষ মেট্রো পরিষেবা কলকাতায়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
নির্বাচনী বিধি ভেঙেছেন মোদি-রাহুল, কৈফিয়ত চাইল কমিশন  
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
২টি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন! মোতায়েন ২৭২ কোম্পানি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
মুর্শিদাবাদের বড়ঞায় স্কুলের কাছে বিস্ফোরণ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
ধসে নিশ্চিহ্ন চীন সীমান্ত সংযোগকারী জাতীয় সড়ক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
যোগ্য-অযোগ্যদের তালিকা জমা দেওয়া হয়েছে আদালতে, দাবি এসএসসি চেয়ারম্যানের
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে আইনজীবী বিকাশ ভট্টাচার্য
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
তাপপ্রবাহ চলবে এই সপ্তাহজুড়ে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
ভিভিপ্যাট নিয়ে রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
বিস্ময়ের আর এক নাম ঋষভ পন্থ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বানারহাটে বন্ধ রাস্তার কাজ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
প্রচারে চমক দিচ্ছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুজাতা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
ডার্বি হেরে খেতাবি দৌড় থেকে ছিটকে গেল লিভারপুল
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team