গত বছর ৯ সেপ্টেম্বর রিলিস করেছিল অয়ন মুখাৰ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। বক্সঅফিসে লক্ষ্মীলাভ করে বলিউডের ভরাডুবি বাঁচিয়েছিল আলিয়া ভাট-রণবীর কাপুর অভিনীত ছবিটি। এবার সেই ছবিরই পার্ট ২ ‘দেব’ নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক অয়ন মুখার্জি। ব্রহ্মাস্ত্র-র পার্ট ওয়ান ‘শিবা’র পর পরবর্তীতে যে আরও কয়েকটি পর্ব আসবে এই ছবির তা আগেই স্পষ্ট করেছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এবার ‘ব্রহ্মাস্ত্র’র জন্মদিনে পোস্ট করে জানালেন পরের পর্বে আরও বিশাল কিছু ব্যবস্থা করেছেন দর্শকদের জন্য। তার জন্য অবশ্য খানিকটা অপেক্ষা করেত হবে দর্শকদের।
গত এপ্রিলে পরিচালক অয়ন (Ayan Mukerji) জানিয়েছিলেন ব্রহ্মাস্ত্র (Brahmastra trilogy) পার্ট ২ আর থ্রি-র শ্যুট করা হবে একসঙ্গে। সেই সঙ্গে লম্বা বিবৃতিতে নিজের বক্তব্যও তুলে ধরেন সকলের সামনে। বলেন, ‘সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। যা আগের পার্ট থেকেও বিশাল হবে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো ছবি একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।’
View this post on Instagram
View this post on Instagram