বক্সিরহাট: পঞ্চায়েতে সিপিএমের (CPIM) প্রার্থী হওয়ার অপরাধে পরিবারের সদস্যদের সামাজিক ভাবে বয়কটের অভিযোগ উঠল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেসের (TMC)। ঘটনায় বক্সিরহাট (Bakshirhat) থানায় অভিযোগ দায়ের করে কোনও কাজ না হওয়ায় বুধবার তুফানগঞ্জ-২ বিডিও এবং তুফানগঞ্জ মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দিলেন সিপিএমের বক্সিরহাট এরিয়া কমিটির সদস্যরা।
তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকার স্থানীয় বাসিন্দা তথা দীর্ঘদিনের সিপিএম কর্মী গনি মিঞা। এ বছর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। গনি মিঞার ছোট ছেলে তারিক মিয়া ও তাঁর বড় ছেলের স্ত্রী পারভিনা বিবিও পঞ্চায়েতের টিকিটে দাঁড়িয়েছিলেন। যদিও নির্বাচনে তাঁরা তৃণমূল প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:সরকারি ছাপ দেওয়া চাল, ডালের বস্তায় ভরে বাজি পাচার দত্তপুকুরে
অভিযোগ, বোর্ড গঠনের পর গনি মিঞার বাড়িতে চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। সিপিএমের প্রার্থী হওয়ার অপরাধে বন্ধ করে দেওয়া হয় তাঁদের দুটি ট্রাক্টর। প্রতিবেশীদের বাড়িতে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। এমনকি, জমিতে চাষাবাদ, বাজারহাট সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা হয়নি। উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য ওই পরিবারের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূল।
বুধবার দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সামাজিক বয়কট করার অভিযোগে স্থানীয় বিডিও ও মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় সিপিএমের বক্সিরহাট এরিয়া কমিটি। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বদের।