দিনহাটা: মনোনয়নের পর স্ক্রুটিনি পর্বে রণক্ষেত্র কোচবিহার (Cooch Behar)। দিনহাটার সাহেবগঞ্জে (Dinhata Sahebganj) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) সামনে বোমাবাজির অভিযোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ করে ছোঁড়া হয় তীরও। পুলিশের সামনে মহিলা প্রার্থীকে মার, অভিযোগ নিশীথের। সাহেবগঞ্জের ঘটনা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C. V. Ananda Bose) নালিশের হুঁশিযারি নিশীথের। বাহিনী নিয়ে তাণ্ডব চালিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূলের।
শনিবার দিনহাটার ২ নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র পরীক্ষার কাজ চলছিল। বিডিও অফিস দখল করে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিডিও অফিস দখল করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।বিডিও অফিসে পৌঁছতেই তাঁর গাড়িতে হামলা চলে অভিযোগ। সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং বিজেপি। নিশীথের অভিযোগ, তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। কনভয়ের অনতিদূরে বোমাবাজিও হয়েছে। উত্তেজিত জনতাকে সরাতে পুলিশ দু’পক্ষের উপর লাঠিচার্জ করে।
আরও পড়ুন: East Bengal | Transfer | দলবদলের বাজারে দাপট ইস্টবেঙ্গলের, সই করলেন দুই স্প্যানিশ ফুটবলার
বিডিও অফিস চত্বরে মোতায়েন পুলিশকর্মীদের কাছে অভিযোগ জানাতে যান নিশীথ। তখন পুলিশের সঙ্গেও একপ্রস্থ বচসা শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রীর।নিশীথের বলেন, বাংলায় ভীতিজনক পরিস্থিতি। রাজ্যে অরাজকতার চলছে। তিনি বলেন, উদয়ন গুহর নেতৃত্বে পুলিশ আর বিধায়ক একসঙ্গে মিলে আমাদের মারছে। আমার কনভয়ে তির ছোড়া হয়েছে। পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।তৃণমূলের পাল্টা দাবি, শান্তিপূর্ণভাবে স্ক্রুটিনি চলছিল। সেখানে নিশীথ প্রামানিক নেতৃত্বে প্রায় ৫০টি মোটর বাইকে করে বিজেপির লোকজন এসে উত্তেজনার পরিবেশ তৈরি করেছেন। এ নিয়ে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর সমস্ত অভিযোগ মিথ্যে।