কলকাতা: ক্যানিং ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের (Panchayat) ২৭৪টি পদে কোনও বিরোধী প্রার্থীকে (Candidate) মনোনয়ন (Nomination) দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিভগননম প্রশ্ন তোলেন, ওই ব্লকে কি একজন বিরোধী প্রার্থীরও মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে হয়নি? এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা আদালত অবমাননা মামলার শুনানিতেও প্রধান বিচারপতি ক্যানিং ১ নম্বর ব্লকের বিরোধী প্রার্থীদের মনোনয়ন দিতে না পারার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তিন দিনে ২০ হাজারেরও বেশি মনোনয়নপত্র কেন প্রত্যাহার করা হল, তা জানতে হবে। নির্বাচন কমিশনকে ২৭ জুনের মধ্যে হলফনামা আকারে তা জানাতে বলা হয়েছে।
এই মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়েও কথা হয়। কমিশনের আইনজীবী জানান, কমিশনের তরফে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তারা বাহিনী পাঠাবে বলে জানিয়েছে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, কমিশন আদালতের ১৫ জুনের নির্দেশ ইচ্ছাকৃত ভাবে পালন করেনি। তার জন্যই আদালত অবমাননার মামলা আনা হয়েছে। কমিশনের আইনজীবী বলেন, আমরা ইচ্ছাকৃত ভাবে দেরি করিনি। এই ব্যাপারেও আদালত কমিশনকে ২৭ জুনের মধ্যে হলফনামা দিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৮ জুন।