শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) ঢোকার সময় বিক্ষোভের মুখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ টিএমসিপির (TMCP)। দেখানো হল কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান। রাজ্যপাল নিয়োজিত ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Vice Chancellor) নিয়ে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বৈঠক করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বিভিন্ন উপাচার্যরা মঙ্গলবার উত্তরবঙ্গে চলে এসেছিলেন। মোট ১৩ জন উপাচার্য এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই রাজ্যপাল যাদের উপাচার্য পদে নিযুক্ত করেছিলেন তাদেরকে নিয়েই আজকের এই বৈঠক। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কী অবস্থা, কোথায় খামতি রয়েছে, কী কী করলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন আরও ভাল হবে, তা উপাচার্যদের কাছ থেকে জানতে এদিনের বৈঠকে বসবেন আনন্দ বোস। শুধু তাই নয়, পড়ুয়াদের স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলিকে আর কীভাবে পরিচালনা করা যায়, সে ব্যাপারেও কথা বলেছেন বলেও খবর। দু’দিন আগেই রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে আসলে রাজ্যপালকে কালোপতাকা দেখিয়েছে দেখান হয়েছিল। বুধবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল। রাজ্যপালকে ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্ত্বর।
আরও পড়ুন: India Monsoon | বর্ষার প্রথম ঝাপটায় বেসামাল দেশ, উত্তরাখণ্ড, হিমাচল, মুম্বইয়ে সতর্কতা জারি
তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং সমর্থকরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়ে রাজ্যপাল সহ-উপাচার্যদের বিক্ষোভ বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। উঠল গো ব্যাক স্লোগান! বোসকে দেখানো হল কালো পতাকা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়োগ করতে হবে। উপাচার্যের সঙ্গে রাজ্যপালের বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তা সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে নেমেছে। এদের অধিকাংশই কালো জামা পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জড়ো হয়েছে।