মুম্বই: বিরোধীরা এককাট্টা হলে বিজেপির (BJP) জেতা অসম্ভব। মুম্বইয়ে (Mumbai) বিরোধী (Opposition) জোটের বৈঠক শেষে শুক্রবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দুদিনের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে (Joint Press Conference) রাহুল গান্ধী বলেন, এই মঞ্চে ভারতের ৬০ শতাংশ জনগণকে প্রতিনিধিত্ব করা হয়। যদি এই মঞ্চের রাজনৈতিক দলগুলি একত্রিত হয় তাহলে বিজেপির পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব। তিনি বিরোধী নেতাদের কাছে আবেদন করেন যাতে যত ভালো ভাবে সম্ভব একত্রিত হন।
তিনি বলেন, দুটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে একটি হল, ১৪ জনের কেন্দ্রীয় সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। সব আসন বিন্যাসের আলোচনা দ্রুত করবার বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। কংগ্রেস নেতা বলেন, আমি নিশ্চিত বিরোধীদের ইন্ডিয়া জোট বিজেপিকে হারাবে। সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়া জোট বিজেপির দুর্নীতি প্রমাণ করবে। এই সাংবাদিক বৈঠকে আদানি গ্রুপের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। জি ২০ বৈঠক হতে চলেছে। স্বচ্ছতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানিদের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
আরও পড়ুন: নরেন্দ্র মোদি মিথ্যে বলেছেন, কারও অ্যাকাউন্টেই তো ১৫ লক্ষ টাকা ঢোকেনি বললেন লালুপ্রসাদ যাদব
এদিকে একটি সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন, আমি এক সপ্তাহ লাদাখে কাটিয়েছি। আমি প্যাংগং লেকে গিয়েছিলাম। যার কাছাকাছি চীনারা রয়েছেন। আমার বিস্তারিত আলোচনা হয়েছে। লাদাখের বাইরে কোনও রাজনীতিকের লাদাখের জনগণের সঙ্গে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বলা যায়। তাঁরা প্রত্যেকেই বলেছেন চীনারা ভারতীয় জমি অধিগ্রহণ করেছে। তাঁরা বলেছেন প্রধানমন্ত্রী এই সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছেন যে চীনারা ভারতীয় ভূখণ্ড নেয়নি। লাদাখের প্রত্যেক বাসিন্দা জানেন ভারতের জনগণ লাদাখের জনগণ ভারত সরকারের দ্বারা প্রতারিত হয়েছেন। সীমান্তে পরিবর্তন হয়েছে। লাদাখে যেটা হয়েছে তা লজ্জাজনক।