নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ বিজেপির। ১৫ দিন ধরে করা হবে নানা সেবামূলক কর্মকাণ্ড। বিজেপি দেশ জুড়ে সেবা পাখওয়াড়া (Seva Pakhwara) বা একপক্ষকাল সেবা পালন করবে ১৫ দিন ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে এই আয়োজন।
১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। সেবা পাখওয়াড়ার অংশ হিসেবে বিজেপি (BJP) ১৬ দিনের সংগঠন সেবা অনুষ্ঠান করবে। মোদির জন্মদিন থেকে গান্ধী জয়ন্তী ২ অক্টোবর পর্যন্ত তা চলবে। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। বিজেপির জাতীয় জেনারেল সেক্রেটারিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ছিলেন তরুণ ছাগ, বিনোদ তাউড়ে, সুনীল বনশল, সঞ্জয় বন্দী ও কৈলাস বিজয়বর্গীয়। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে মেরি মাটি মেরা দেশ ও অন্যান্য ভবিষ্যত অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়।
আরও পড়ুন: চন্দ্রাভিযানের সাফলের রেশ কাটেনি, এর মধ্যেই সূর্যের পথে পা বাড়াচ্ছে ভারত
গত বছরও ১৭ সেপ্টেম্বর থেকে সেবা পাখওয়ড়ার আয়োজন করা হয়। গান্ধী জয়ন্তী পর্যন্ত তা করা হয়েছিল। সেবা পাখওয়াড়া অনুষ্ঠানে জেলা স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এছাড়াও ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায় জয়ন্তী, ২ অক্টোবর লালবাহাদুর শাস্ত্রী জয়ন্তী পালন করা হব্। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। উত্তর গুজরাতের মেহসানা জেলার ছোট্ট শহর।